শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ আল মাহমুদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার পদ্মা স্টেশন-সংলগ্ন রেলপথের ৫ নম্বর সেতুতে দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুল্লাহ আল মাহমুদ বড় কেশবপুর এলাকার হাকিম আলি ব্যাপারীরকান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে এই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকা বেশ জনবহুল। রেললাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেললাইন পার হয়েই যায়। এতে দুর্ঘটনা ঘটছে।
রেললাইন-সংলগ্ন উপজেলার ৪৭ নম্বর বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন শিকদার বলেন, ‘আমরা খবর পেয়ে রেললাইনে ছুটে আসি। খুবই দুঃখজনক ঘটনা। শিশুটির সঙ্গে আরও তিন-চারজন শিশু শিক্ষার্থী ছিল। রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’
ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সকাল ১০টার দিকে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ আল মাহমুদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার পদ্মা স্টেশন-সংলগ্ন রেলপথের ৫ নম্বর সেতুতে দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুল্লাহ আল মাহমুদ বড় কেশবপুর এলাকার হাকিম আলি ব্যাপারীরকান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে এই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকা বেশ জনবহুল। রেললাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেললাইন পার হয়েই যায়। এতে দুর্ঘটনা ঘটছে।
রেললাইন-সংলগ্ন উপজেলার ৪৭ নম্বর বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন শিকদার বলেন, ‘আমরা খবর পেয়ে রেললাইনে ছুটে আসি। খুবই দুঃখজনক ঘটনা। শিশুটির সঙ্গে আরও তিন-চারজন শিশু শিক্ষার্থী ছিল। রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’
ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সকাল ১০টার দিকে আমরা ঘটনাস্থলে যাই এবং শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৭ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে