আশরাফ-উল-আলম, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মামলায় ফেঁসে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ–সম্পাদক মো. রাকিবুর রহমান ফাহিম। ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন ওই ছাত্রলীগ নেতাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন মামলা স্থানান্তরের এ নির্দেশ দেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির মামলা স্থানান্তরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় অভিযোগপত্র দাখিল করে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন—মো. তাজউদ্দিন আহমেদ রাসেল ও মো. তারেক রহমান। এর মধ্যে তারেক পলাতক। অপর দুজন জামিন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক এসএম শাহ জালাল অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছিলেন এই তিন আসামি।
আসামিরা ফেসবুকে পোস্ট এবং লাইভে এসে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে মেয়র ফজলে নূর তাপসের মানহানি করাসহ নিউমার্কেট ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উসকানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন, যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮–এর ২৫ / ২৯ / ৩১ / ৩৫ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
দেড় বছর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এটিকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফাহিম ও অপর দুইজন ফেসবুকে গুজব ছড়ান বলে অভিযোগ করা হয়েছে।
২০২২ সালের ২৮ এপ্রিল অজ্ঞাতপরিচয় ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, মো. রাকিবুর রহমান ফাহিম নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস নামে একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়। এ ছাড়া তাজউদ্দীন আহমেদ রাসেল নামের ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়।
আর ইলিয়াস হোসাইন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিও সম্প্রচার করা হয়। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মামলায় ফেঁসে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ–সম্পাদক মো. রাকিবুর রহমান ফাহিম। ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন ওই ছাত্রলীগ নেতাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন মামলা স্থানান্তরের এ নির্দেশ দেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির মামলা স্থানান্তরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় অভিযোগপত্র দাখিল করে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন—মো. তাজউদ্দিন আহমেদ রাসেল ও মো. তারেক রহমান। এর মধ্যে তারেক পলাতক। অপর দুজন জামিন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক এসএম শাহ জালাল অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছিলেন এই তিন আসামি।
আসামিরা ফেসবুকে পোস্ট এবং লাইভে এসে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে মেয়র ফজলে নূর তাপসের মানহানি করাসহ নিউমার্কেট ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উসকানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন, যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮–এর ২৫ / ২৯ / ৩১ / ৩৫ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
দেড় বছর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এটিকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফাহিম ও অপর দুইজন ফেসবুকে গুজব ছড়ান বলে অভিযোগ করা হয়েছে।
২০২২ সালের ২৮ এপ্রিল অজ্ঞাতপরিচয় ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, মো. রাকিবুর রহমান ফাহিম নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস নামে একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়। এ ছাড়া তাজউদ্দীন আহমেদ রাসেল নামের ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়।
আর ইলিয়াস হোসাইন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিও সম্প্রচার করা হয়। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
২৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
২৪ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
২৪ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে