শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায়ও বসানো হয়েছে আরও ৩৪টি ডোম ক্যামেরা। গত মঙ্গলবার থেকে এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।
পদ্মা সেতুর টোল আদায়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোরীয় এক্সপ্রেসওয়ে করপোরেশন’ জাজিরা প্রান্তে ১৭টি ও মাওয়া টোল প্লাজা প্রান্তে ১৭টি সিসি ক্যামেরা বসিয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় দুটি অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা চারদিকে সমানভাবে ঘুরবে। সোজা সড়কে ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহন নজরদারিতে রাখতে পারবে। আর সড়ক বাঁকা হলে এক কিলোমিটার এলাকার চারদিকের পরিষ্কার ভিডিও চিত্র সংরক্ষণে সক্ষম হবে। সেতু এলাকায় বিভিন্ন সময় যেসব দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা কীভাবে ঘটছে সেটি সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে আরও জানা গেছে, পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সেতুর দুপাশে টোল প্লাজায় ছয়টি করে বুথ সক্রিয় আছে। কিন্তু ১৫-২০ হাজার যানবাহনের আসা-যাওয়া নজরদারি করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল না। সেতু উদ্বোধনের পর থেকে জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় ব্যারিয়ার ও টোল বুথে কয়েক দফা বাস ও ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
এ ছাড়া, জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে দুর্ঘটনায় ১ যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেতুর ওপরে দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। কয়েক দফা ট্রাক ও বাস উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। যানবাহনের চাপ বাড়লে প্রায়ই টোল প্লাজার সামনে যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে টোল প্লাজা ও তার সামনের সড়কে নজরদারি বাড়ানোর উদ্যোগে দুই প্রান্তে সিসি ক্যামেরা বসিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত প্রকৌশলী আহম্মেদ জিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতুতে সার্ভিল্যান্স সিস্টেমের ক্যামেরা বসানোর কাজ চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা হবে। পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হবে।’
পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায়ও বসানো হয়েছে আরও ৩৪টি ডোম ক্যামেরা। গত মঙ্গলবার থেকে এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।
পদ্মা সেতুর টোল আদায়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোরীয় এক্সপ্রেসওয়ে করপোরেশন’ জাজিরা প্রান্তে ১৭টি ও মাওয়া টোল প্লাজা প্রান্তে ১৭টি সিসি ক্যামেরা বসিয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় দুটি অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা চারদিকে সমানভাবে ঘুরবে। সোজা সড়কে ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহন নজরদারিতে রাখতে পারবে। আর সড়ক বাঁকা হলে এক কিলোমিটার এলাকার চারদিকের পরিষ্কার ভিডিও চিত্র সংরক্ষণে সক্ষম হবে। সেতু এলাকায় বিভিন্ন সময় যেসব দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা কীভাবে ঘটছে সেটি সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে আরও জানা গেছে, পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সেতুর দুপাশে টোল প্লাজায় ছয়টি করে বুথ সক্রিয় আছে। কিন্তু ১৫-২০ হাজার যানবাহনের আসা-যাওয়া নজরদারি করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল না। সেতু উদ্বোধনের পর থেকে জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় ব্যারিয়ার ও টোল বুথে কয়েক দফা বাস ও ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
এ ছাড়া, জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে দুর্ঘটনায় ১ যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেতুর ওপরে দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। কয়েক দফা ট্রাক ও বাস উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। যানবাহনের চাপ বাড়লে প্রায়ই টোল প্লাজার সামনে যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে টোল প্লাজা ও তার সামনের সড়কে নজরদারি বাড়ানোর উদ্যোগে দুই প্রান্তে সিসি ক্যামেরা বসিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত প্রকৌশলী আহম্মেদ জিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতুতে সার্ভিল্যান্স সিস্টেমের ক্যামেরা বসানোর কাজ চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা হবে। পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩২ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩৮ মিনিট আগে