৩৬ সিসি ক্যামেরার নজরদারিতে পদ্মা সেতু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ১৮: ৫৭

পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায়ও বসানো হয়েছে আরও ৩৪টি ডোম ক্যামেরা। গত মঙ্গলবার থেকে এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।

পদ্মা সেতুর টোল আদায়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কোরীয় এক্সপ্রেসওয়ে করপোরেশন’ জাজিরা প্রান্তে ১৭টি ও মাওয়া টোল প্লাজা প্রান্তে ১৭টি সিসি ক্যামেরা বসিয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় দুটি অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা চারদিকে সমানভাবে ঘুরবে। সোজা সড়কে ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহন নজরদারিতে রাখতে পারবে। আর সড়ক বাঁকা হলে এক কিলোমিটার এলাকার চারদিকের পরিষ্কার ভিডিও চিত্র সংরক্ষণে সক্ষম হবে। সেতু এলাকায় বিভিন্ন সময় যেসব দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা কীভাবে ঘটছে সেটি সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্রে আরও জানা গেছে, পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সেতুর দুপাশে টোল প্লাজায় ছয়টি করে বুথ সক্রিয় আছে। কিন্তু ১৫-২০ হাজার যানবাহনের আসা-যাওয়া নজরদারি করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা বসানো ছিল না। সেতু উদ্বোধনের পর থেকে জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় ব্যারিয়ার ও টোল বুথে কয়েক দফা বাস ও ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। 

এ ছাড়া, জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে দুর্ঘটনায় ১ যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেতুর ওপরে দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। কয়েক দফা ট্রাক ও বাস উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। যানবাহনের চাপ বাড়লে প্রায়ই টোল প্লাজার সামনে যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে টোল প্লাজা ও তার সামনের সড়কে নজরদারি বাড়ানোর উদ্যোগে দুই প্রান্তে সিসি ক্যামেরা বসিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 

পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত প্রকৌশলী আহম্মেদ জিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতুতে সার্ভিল্যান্স সিস্টেমের ক্যামেরা বসানোর কাজ চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা হবে। পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত