সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার

বিশেষ প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৫

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় লাইভ চলাকালে নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া সেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন আজ সোমবার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

ডিসি ফারুক আজকের পত্রিকাকে বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্ররক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান নাগরিক টিভির ওই সাংবাদিকের বুম কেড়ে নেয়। এতে সাংবাদিকের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায় শাহিনুর। এই বিষয়টি ডিএমপি কমিশনারকে জানালে তিনি শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় চলমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। 

শাহিনুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই ডিসি। 

এর আগে গতকাল রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় শাহিনুর নামের ওই কনস্টেবল সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেয়। এরপর ওই সাংবাদিককে পুলিশ বক্সে নিয়ে হেনস্তারও অভিযোগ উঠেছে। 

মাইক্রোফোন কেড়ে নেওয়া এবং হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলোও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত