শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বার্ষিক ছুটির টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েক শ শ্রমিক। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। অন্যদিকে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে দুজন পুলিশ আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আনোয়ারা নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আ স ম আব্দুর নূর (৫৫) ও কনস্টেবল মো. ইনসান মিয়া (৩২)। আহত শ্রমিকেরা হলেন জামেলা খাতুন (২৮), লিপি আক্তার (৩৪), লিজা আক্তার (২৮) ও সুমি আক্তার (২৩)।
কারখানার সুইং সেকশনের শ্রমিক আব্দুর রাহিম বলেন, ‘আমাদের বার্ষিক ছুটি দেওয়া হয় না, এর টাকাও দেওয়া হয় না। সেই টাকার দাবিতে আজ বেলা ১১টা থেকে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করি। কিছুক্ষণ পর পুলিশ এসে লাঠিপেটা করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর পুলিশ সমানে রাবার বুলেট ছোড়ে। তাতে আমাদের কারখানার ছয়জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
কারখানার সুইং সেকশনের শ্রমিক আসমা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে এই কারখানা আমাদের ছুটির বার্ষিক টাকা দেই-দিচ্ছি করছে। কিন্তু আমাদের সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সবারই দেয়ালে পিঠ ঠেকে গেছে। ন্যায্য পাওনার জন্য আমাদের আন্দোলন করতে হলো। আর আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইবোনদের গুলিবিদ্ধ হতে হলো।’
কারখানার কাটিং সেকশনের শ্রমিক আনিসুল হক বলেন, ‘আমাদের কেন রাস্তায় নামতে হলো, আপনি শ্রমিক হলে এটা সহজে বোঝাতে পারতেন। আমরা শ্রমিকেরা আজ খুবই অসহায়। সামান্য বেতনে চাকরি করি। তার পরও আন্দোলন করে পাওনা আদায় করতে হয়। পুলিশ এসে লাঠিপেটা করে, মারধর করে, টিয়ার গ্যাস মেরে আমাদের আহত করে। আমাদের শরীরের রক্ত ঝরিয়ে ন্যায্য পাওনা আদায় করতে হয়।’
কারখানার শ্রমিক শিল্পী আক্তার বলেন, ‘পুলিশের গুলিতে আমাদের দুজন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে জামেলা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে।’
আনোয়ার নিট কম্পোজিট কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সায়িম বলেন, কারখানার শ্রমিকেরা আজ সকালে কর্মস্থলে এসে দাবি করেন তাঁদের ছুটির বার্ষিক টাকা দিতে হবে। হঠাৎ এত টাকা দেওয়া সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চলতি মাসে বার্ষিক টাকা দেওয়ার কথা জানালে শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারা নিট কম্পোজিট মিলের আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চেয়েছিল পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করা ইট ছোড়ে। তাতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নুরের মাথা ফেটে গেছে। আরেকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে বার্ষিক ছুটির টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েক শ শ্রমিক। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। অন্যদিকে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে দুজন পুলিশ আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আনোয়ারা নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আ স ম আব্দুর নূর (৫৫) ও কনস্টেবল মো. ইনসান মিয়া (৩২)। আহত শ্রমিকেরা হলেন জামেলা খাতুন (২৮), লিপি আক্তার (৩৪), লিজা আক্তার (২৮) ও সুমি আক্তার (২৩)।
কারখানার সুইং সেকশনের শ্রমিক আব্দুর রাহিম বলেন, ‘আমাদের বার্ষিক ছুটি দেওয়া হয় না, এর টাকাও দেওয়া হয় না। সেই টাকার দাবিতে আজ বেলা ১১টা থেকে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করি। কিছুক্ষণ পর পুলিশ এসে লাঠিপেটা করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর পুলিশ সমানে রাবার বুলেট ছোড়ে। তাতে আমাদের কারখানার ছয়জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
কারখানার সুইং সেকশনের শ্রমিক আসমা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে এই কারখানা আমাদের ছুটির বার্ষিক টাকা দেই-দিচ্ছি করছে। কিন্তু আমাদের সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সবারই দেয়ালে পিঠ ঠেকে গেছে। ন্যায্য পাওনার জন্য আমাদের আন্দোলন করতে হলো। আর আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইবোনদের গুলিবিদ্ধ হতে হলো।’
কারখানার কাটিং সেকশনের শ্রমিক আনিসুল হক বলেন, ‘আমাদের কেন রাস্তায় নামতে হলো, আপনি শ্রমিক হলে এটা সহজে বোঝাতে পারতেন। আমরা শ্রমিকেরা আজ খুবই অসহায়। সামান্য বেতনে চাকরি করি। তার পরও আন্দোলন করে পাওনা আদায় করতে হয়। পুলিশ এসে লাঠিপেটা করে, মারধর করে, টিয়ার গ্যাস মেরে আমাদের আহত করে। আমাদের শরীরের রক্ত ঝরিয়ে ন্যায্য পাওনা আদায় করতে হয়।’
কারখানার শ্রমিক শিল্পী আক্তার বলেন, ‘পুলিশের গুলিতে আমাদের দুজন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে জামেলা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে।’
আনোয়ার নিট কম্পোজিট কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সায়িম বলেন, কারখানার শ্রমিকেরা আজ সকালে কর্মস্থলে এসে দাবি করেন তাঁদের ছুটির বার্ষিক টাকা দিতে হবে। হঠাৎ এত টাকা দেওয়া সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চলতি মাসে বার্ষিক টাকা দেওয়ার কথা জানালে শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারা নিট কম্পোজিট মিলের আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চেয়েছিল পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করা ইট ছোড়ে। তাতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আ স ম আব্দুর নুরের মাথা ফেটে গেছে। আরেকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৮ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৯ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে