নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের দারুস সালামে দলীয় কোন্দলের জেরে গতকাল শনিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম (৩০)। এই ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা মো. সৈয়দ আলী। আসামিরা সবাই স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আজ রোববার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।
শেখ আমিনুল বাশার বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলমকে হত্যার ঘটনায় ১৪ জনের নামোল্লেখসহ ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী মামলা করেছেন। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলার আসামিরা হলেন—দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইসলাম, তাঁর অনুসারী শান্ত, শেখ সুমন, লিমন, শাওন, আফজাল হোসেন গোলাপ, এনামুল করিম খোকন, আফজাল ওরফে পাকিস্তানি আফজাল, শরিফুল ইসলাম রিজভী, জাহাঙ্গীর শেখ, রাসেল, দিপংকর, মো. রাজ ও ইমরান হোসেন।
গতকাল শনিবার উত্তরায় প্রধানমন্ত্রীর সমাবেশে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মো. ইসলামের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খানের সমর্থকেরা। সেই ঘটনার সূত্র ধরে শনিবার রাত ৮টার দিকে হজরত শাহ আলী (রা.) মাজার শরীফের বিপরীতে সেলিম খান মার্কেটের ওপরে নাবিল খানের ব্যক্তিগত অফিসে হামলা চালায় ইসলাম গ্রুপের সমর্থকেরা। রাত ১০টার দিকে ইসলামের বাড়িতে পাল্টা হামলা চালায় নাবিল খানের নেতা-কর্মী ও অনুসারীরা। তখনই দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে নাবিল খানের সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম (৩০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত শাহ আলম দারুস সালাম থানা এলাকার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
মামলার বাদী ও নিহতের বাবা মো. সৈয়দ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে একা পেয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী কুপিয়ে হত্যা করে। বাম পায়ের ঊরুতে পাঁচটি এবং ডান পায়ের ঊরুতে একটি কোপের জখম রয়েছে।’
নিহত শাহ আলম মিরপুর ১ নম্বরের হাজী সেলিম খান মার্কেটের ম্যানেজার ছিলেন।
এই হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘দারুস সালামে বর্তমানে আমাদের কোনো কমিটি নাই। তারপরও যাদের নাম আসছে, তারা যদি আমাদের কর্মী হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছে, সেই এলাকাতেই স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক থাকেন। তারাও বিষয়টি দেখছেন।
এদিকে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার বলেন, ‘আমাদের দুই তিনটি টিম অভিযানে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তারা কাজ করছেন।’
রাজধানীর মিরপুরের দারুস সালামে দলীয় কোন্দলের জেরে গতকাল শনিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম (৩০)। এই ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা মো. সৈয়দ আলী। আসামিরা সবাই স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আজ রোববার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।
শেখ আমিনুল বাশার বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলমকে হত্যার ঘটনায় ১৪ জনের নামোল্লেখসহ ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী মামলা করেছেন। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলার আসামিরা হলেন—দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইসলাম, তাঁর অনুসারী শান্ত, শেখ সুমন, লিমন, শাওন, আফজাল হোসেন গোলাপ, এনামুল করিম খোকন, আফজাল ওরফে পাকিস্তানি আফজাল, শরিফুল ইসলাম রিজভী, জাহাঙ্গীর শেখ, রাসেল, দিপংকর, মো. রাজ ও ইমরান হোসেন।
গতকাল শনিবার উত্তরায় প্রধানমন্ত্রীর সমাবেশে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মো. ইসলামের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খানের সমর্থকেরা। সেই ঘটনার সূত্র ধরে শনিবার রাত ৮টার দিকে হজরত শাহ আলী (রা.) মাজার শরীফের বিপরীতে সেলিম খান মার্কেটের ওপরে নাবিল খানের ব্যক্তিগত অফিসে হামলা চালায় ইসলাম গ্রুপের সমর্থকেরা। রাত ১০টার দিকে ইসলামের বাড়িতে পাল্টা হামলা চালায় নাবিল খানের নেতা-কর্মী ও অনুসারীরা। তখনই দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে নাবিল খানের সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম (৩০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত শাহ আলম দারুস সালাম থানা এলাকার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
মামলার বাদী ও নিহতের বাবা মো. সৈয়দ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে একা পেয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী কুপিয়ে হত্যা করে। বাম পায়ের ঊরুতে পাঁচটি এবং ডান পায়ের ঊরুতে একটি কোপের জখম রয়েছে।’
নিহত শাহ আলম মিরপুর ১ নম্বরের হাজী সেলিম খান মার্কেটের ম্যানেজার ছিলেন।
এই হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘দারুস সালামে বর্তমানে আমাদের কোনো কমিটি নাই। তারপরও যাদের নাম আসছে, তারা যদি আমাদের কর্মী হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছে, সেই এলাকাতেই স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক থাকেন। তারাও বিষয়টি দেখছেন।
এদিকে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার বলেন, ‘আমাদের দুই তিনটি টিম অভিযানে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তারা কাজ করছেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৫ মিনিট আগে