নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি নিজ শটগান দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর ইউএনও বাসভবনের গেটে এই ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম আফজাল হোসেন (২৫)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার গাজিরায় গ্রামে। তাঁর বাবা মৃত ওহিদুর রহমান।
তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইউএনও বাসভবনের গেটে ডিউটিরত অবস্থায় ওই আনসার সদস্য তাঁর নিজ নামে ইস্যুকৃত শটগান দিয়ে মাথায় গুলি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন।
বন্দর ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘সোমবার বিকেল ৪টা থেকে আফজাল ডিউটি শুরু করে। এর আধা ঘণ্টা পরেই নিজ শটগান দিয়ে মাথায় গুলি করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও শটগান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।’
আফজাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা এক সহকর্মী মিরাজুল ইসলাম জানান, বর্তমানে দ্বিতীয় স্ত্রী স্মৃতি আক্তারকে নিয়ে সোনারগাঁ মুরগাপাড়া এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর মাথার বাম পাশে গুলিবিদ্ধ ছিল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি নিজ শটগান দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর ইউএনও বাসভবনের গেটে এই ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম আফজাল হোসেন (২৫)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার গাজিরায় গ্রামে। তাঁর বাবা মৃত ওহিদুর রহমান।
তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইউএনও বাসভবনের গেটে ডিউটিরত অবস্থায় ওই আনসার সদস্য তাঁর নিজ নামে ইস্যুকৃত শটগান দিয়ে মাথায় গুলি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন।
বন্দর ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘সোমবার বিকেল ৪টা থেকে আফজাল ডিউটি শুরু করে। এর আধা ঘণ্টা পরেই নিজ শটগান দিয়ে মাথায় গুলি করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও শটগান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।’
আফজাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা এক সহকর্মী মিরাজুল ইসলাম জানান, বর্তমানে দ্বিতীয় স্ত্রী স্মৃতি আক্তারকে নিয়ে সোনারগাঁ মুরগাপাড়া এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর মাথার বাম পাশে গুলিবিদ্ধ ছিল।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৮ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪৪ মিনিট আগে