কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্যের মধ্যে পূর্ব বিরোধ মীমাংসায় ডাকা সালিসে চেয়ার ছোড়াছুড়ি করা হয়েছে। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
করগাঁও হাইস্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলে বর্তমান ও সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাট্টা এলাকার জনৈক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় ও ভিজিডি চাল বরাদ্দ নিয়ে গত রমজান মাসে করগাঁও ইউনিয়নের ভাট্টা ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মাহাবুবুর রহমান পানুকে পরিষদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে কিছু উচ্ছৃঙ্খল লোক তাঁকে অপমান, অপদস্থ করেন। কিন্তু ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি। এ নিয়ে করগাঁও ও ভাট্টা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ ঘটনায় সুষ্ঠু সমাধানের করতে এমপিসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন নেতারা সালিসের আয়োজন করে। সালিসের একপর্যায়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লাকে কটাক্ষ করে দেওয়া বক্তব্য নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন, সাবেক সাংসদ মেজর অব. আখতারুজ্জান রঞ্জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, এড. মাহমুদুল ইসলাম জানু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন।
৯ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান ফানু বলেন, ‘সালিসে সবাই ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লাকে দোষী সাব্যস্ত করেন। এতে তাঁর ভাতিজা সুমন মোল্লা, ফাহাদ মোল্লা ও আঙ্গুরসহ তাঁর পক্ষে লোকজন আমাদের লোকের ওপর দেশীয় অস্ত্র ও চেয়ার দিয়ে হামলা চালান।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা বলেন, ‘সালিস চলাকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন উত্তেজনামূলক কথা বলেন। তাতেই এ অবস্থার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে আমার কাছে খবর নেই।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে করগাঁও এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। আর দুই পক্ষের কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।
এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্যের মধ্যে পূর্ব বিরোধ মীমাংসায় ডাকা সালিসে চেয়ার ছোড়াছুড়ি করা হয়েছে। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
করগাঁও হাইস্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলে বর্তমান ও সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাট্টা এলাকার জনৈক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় ও ভিজিডি চাল বরাদ্দ নিয়ে গত রমজান মাসে করগাঁও ইউনিয়নের ভাট্টা ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মাহাবুবুর রহমান পানুকে পরিষদ থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে কিছু উচ্ছৃঙ্খল লোক তাঁকে অপমান, অপদস্থ করেন। কিন্তু ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি। এ নিয়ে করগাঁও ও ভাট্টা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ ঘটনায় সুষ্ঠু সমাধানের করতে এমপিসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন নেতারা সালিসের আয়োজন করে। সালিসের একপর্যায়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লাকে কটাক্ষ করে দেওয়া বক্তব্য নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন, সাবেক সাংসদ মেজর অব. আখতারুজ্জান রঞ্জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, এড. মাহমুদুল ইসলাম জানু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন।
৯ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান ফানু বলেন, ‘সালিসে সবাই ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লাকে দোষী সাব্যস্ত করেন। এতে তাঁর ভাতিজা সুমন মোল্লা, ফাহাদ মোল্লা ও আঙ্গুরসহ তাঁর পক্ষে লোকজন আমাদের লোকের ওপর দেশীয় অস্ত্র ও চেয়ার দিয়ে হামলা চালান।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা বলেন, ‘সালিস চলাকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন উত্তেজনামূলক কথা বলেন। তাতেই এ অবস্থার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে আমার কাছে খবর নেই।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে করগাঁও এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। আর দুই পক্ষের কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।
এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৪ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪০ মিনিট আগে