নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকার আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার জজ আদালত প্রাঙ্গণে দুই শতাধিক বিএনপিপন্থি আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির নিচে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপিপন্থি আইনজীবী নেতা মহসিন মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, মোসলেহ উদ্দিন জসিম, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, নুরুজ্জামান তপন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে চলমান কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলাকারীদের বিচারের দাবি জানানো হয়।
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকার আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার জজ আদালত প্রাঙ্গণে দুই শতাধিক বিএনপিপন্থি আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির নিচে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপিপন্থি আইনজীবী নেতা মহসিন মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, মোসলেহ উদ্দিন জসিম, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, নুরুজ্জামান তপন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে চলমান কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলাকারীদের বিচারের দাবি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৪ মিনিট আগে