শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে আওয়ামী লীগের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত শামসুল হক মোল্লা হাসাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত প্রদীপ মণ্ডল বীরতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য।
এ নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ করেছেন শামসুল হক মোল্লা।
অভিযোগ সূত্রে জানা যায়, শামসুলের ছোট ভাই বজলুর রহমান বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকায় নিজের জমি ভরাটের কাজ করছিলেন। এতে বাধা দেন যুবলীগের নেতা প্রদীপ। এ জন্য তিনি বজলুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা এনে দিতে বলেন শামসুলকে এবং চাদা না দিলে কাজ বন্ধ থাকবে বলে জানান। আজ শুক্রবার সকালে নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রদীপ হাতে থাকা চায়ের কাপ দিয়ে শামসুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ নিয়ে জানতে চাইলে শামসুল বলেন, ‘প্রদীপ ছয় মাস আগে নিজের জমি ভরাট করতে গেলে আমার কাছে চাঁদা দাবি করেন। আমি সেটা মশকরা ভেবে উড়িয়ে দিই। এখন আমার ছোট ভাই বাড়ির পাশের নিচু জায়গা ভরাট করতে গেলে আবারও তিনি আমার কাছে এসে চাঁদা দাবি করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। তখন তাঁর হাতে থাকা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়।’
তবে এই অভিযোগ অস্বীকার করে প্রদীপ বলেন, ‘আমি কোনো চাঁদা দাবি করি নাই। শামসুল সকালে আমার সঙ্গে শুধু শুধু ঝগড়া লাগায়। এ সময় তিনি আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে তাঁর মাথা ফেটে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে আওয়ামী লীগের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত শামসুল হক মোল্লা হাসাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত প্রদীপ মণ্ডল বীরতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য।
এ নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ করেছেন শামসুল হক মোল্লা।
অভিযোগ সূত্রে জানা যায়, শামসুলের ছোট ভাই বজলুর রহমান বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকায় নিজের জমি ভরাটের কাজ করছিলেন। এতে বাধা দেন যুবলীগের নেতা প্রদীপ। এ জন্য তিনি বজলুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা এনে দিতে বলেন শামসুলকে এবং চাদা না দিলে কাজ বন্ধ থাকবে বলে জানান। আজ শুক্রবার সকালে নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রদীপ হাতে থাকা চায়ের কাপ দিয়ে শামসুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ নিয়ে জানতে চাইলে শামসুল বলেন, ‘প্রদীপ ছয় মাস আগে নিজের জমি ভরাট করতে গেলে আমার কাছে চাঁদা দাবি করেন। আমি সেটা মশকরা ভেবে উড়িয়ে দিই। এখন আমার ছোট ভাই বাড়ির পাশের নিচু জায়গা ভরাট করতে গেলে আবারও তিনি আমার কাছে এসে চাঁদা দাবি করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। তখন তাঁর হাতে থাকা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়।’
তবে এই অভিযোগ অস্বীকার করে প্রদীপ বলেন, ‘আমি কোনো চাঁদা দাবি করি নাই। শামসুল সকালে আমার সঙ্গে শুধু শুধু ঝগড়া লাগায়। এ সময় তিনি আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে তাঁর মাথা ফেটে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে