নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দিনের টানা স্থবির জনজীবন ছেড়ে যেন আপন রূপে ফিরেছে রাজধানী শহর ঢাকা। নিয়মিত শুক্র-শনিবারের পর তিন দিনের সাধারণ ছুটি শেষে আজ বুধবার খুলেছে সব অফিস। ফলে শহরে দেখা গেছে সেই চিরচেনা যানজট।
সরেজমিন দেখা গেছে, সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণায় রাস্তায় স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন মানুষ। তবে গণপরিবহনের সংখ্যা এখনো তুলনামূলক কম। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও অফিসগামী মানুষেরা। এমন পরিস্থিতিতে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে মানুষকে।
বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চালুর ঘোষণা দিয়েছে সরকার। তাই সকাল ৯টা পর্যন্ত ঢাকার রাস্তা ফাঁকা থাকলেও ৯টার পর রাজধানীর রামপুরা-বাড্ডা, মিরপুর রোড, মগবাজার, বাংলামোটর, গুলিস্তান, ফার্মগেট, মহাখালী সড়কে গণপরিবহনের সঙ্গে ছিল ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। কল্যাণপুর থেকে কলেজ গেট পর্যন্ত রাস্তায় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এ সময় যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে।
সকাল ৯টায় মহানগর প্রকল্প থেকে আজিমপুরে অফিসের উদ্দেশে রওনা দেন বেসরকারি কর্মজীবী শাশ্বত বসু। তিনি বলেন, ‘সকালে রামপুরা সড়কে বাসের সংখ্যা ছিল কম। যে পরিমাণ বাস ছিল তাতেই অনেক ভিড়। সিএনজি থাকলে ভাড়া অনেক বেশি। ঝামেলা এড়াতে বাইকে করে অফিসে এসেছি।’
এদিকে মেট্রোরেল বন্ধের কারণে কাজীপাড়া এলাকায় দেখা গেছে যানজট। প্রায় দেড় বছর পর ওই এলাকায় মানুষ ভোগান্তিতে পড়ে। অনেকেই বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। কেউ বা মোটরসাইকেল ভাড়া করে কর্মস্থলে রওনা দিয়েছেন।
অনেকক্ষণ দাঁড়ানোর পর আজকের পত্রিকার একজন কর্মী কারওয়ান বাজার পর্যন্ত একটি বাসে ওঠেন। তিনি জানান, রাস্তায় যানজট আছে। ব্যক্তিগত গাড়ির আধিক্য বেশি। এরপর কারওয়ান বাজার নেমে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে বনশ্রী অফিসে আসেন।
এদিকে অনেক সড়কে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়নি। অনেক জায়গায় স্থানীয়রা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অনেক জায়গায় প্রধান সড়কের যানজট অলিগলিতে পৌঁছে গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের একপাশে পুরোটা প্রাইভেট কারের দখলে রয়েছে। অনেক সময় পর পর সামান্য সময়ের জন্য চাকা গড়িয়েছে।
কয়েক দিনের টানা স্থবির জনজীবন ছেড়ে যেন আপন রূপে ফিরেছে রাজধানী শহর ঢাকা। নিয়মিত শুক্র-শনিবারের পর তিন দিনের সাধারণ ছুটি শেষে আজ বুধবার খুলেছে সব অফিস। ফলে শহরে দেখা গেছে সেই চিরচেনা যানজট।
সরেজমিন দেখা গেছে, সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণায় রাস্তায় স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন মানুষ। তবে গণপরিবহনের সংখ্যা এখনো তুলনামূলক কম। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও অফিসগামী মানুষেরা। এমন পরিস্থিতিতে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে মানুষকে।
বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চালুর ঘোষণা দিয়েছে সরকার। তাই সকাল ৯টা পর্যন্ত ঢাকার রাস্তা ফাঁকা থাকলেও ৯টার পর রাজধানীর রামপুরা-বাড্ডা, মিরপুর রোড, মগবাজার, বাংলামোটর, গুলিস্তান, ফার্মগেট, মহাখালী সড়কে গণপরিবহনের সঙ্গে ছিল ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। কল্যাণপুর থেকে কলেজ গেট পর্যন্ত রাস্তায় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এ সময় যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে।
সকাল ৯টায় মহানগর প্রকল্প থেকে আজিমপুরে অফিসের উদ্দেশে রওনা দেন বেসরকারি কর্মজীবী শাশ্বত বসু। তিনি বলেন, ‘সকালে রামপুরা সড়কে বাসের সংখ্যা ছিল কম। যে পরিমাণ বাস ছিল তাতেই অনেক ভিড়। সিএনজি থাকলে ভাড়া অনেক বেশি। ঝামেলা এড়াতে বাইকে করে অফিসে এসেছি।’
এদিকে মেট্রোরেল বন্ধের কারণে কাজীপাড়া এলাকায় দেখা গেছে যানজট। প্রায় দেড় বছর পর ওই এলাকায় মানুষ ভোগান্তিতে পড়ে। অনেকেই বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। কেউ বা মোটরসাইকেল ভাড়া করে কর্মস্থলে রওনা দিয়েছেন।
অনেকক্ষণ দাঁড়ানোর পর আজকের পত্রিকার একজন কর্মী কারওয়ান বাজার পর্যন্ত একটি বাসে ওঠেন। তিনি জানান, রাস্তায় যানজট আছে। ব্যক্তিগত গাড়ির আধিক্য বেশি। এরপর কারওয়ান বাজার নেমে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে বনশ্রী অফিসে আসেন।
এদিকে অনেক সড়কে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়নি। অনেক জায়গায় স্থানীয়রা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অনেক জায়গায় প্রধান সড়কের যানজট অলিগলিতে পৌঁছে গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের একপাশে পুরোটা প্রাইভেট কারের দখলে রয়েছে। অনেক সময় পর পর সামান্য সময়ের জন্য চাকা গড়িয়েছে।
বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে