নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার। ওই মতবিনিময় সভায় প্রার্থী বিচারপতিকে তাঁর স্থানীয় অভিভাবক বলে উল্লেখ করেছেন। এই বিষয়টি প্রধান বিচারপতির নজরে এনেছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের প্যাডে ছয়জন নির্বাচিত প্রতিনিধি (বিএনপিপন্থী) প্রধান বিচারপতিকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। তাঁরা বিষয়টিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক নির্ধারিত আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করেন চিঠিতে।
এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছি। ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছি। এটি সংবিধানের লঙ্ঘন। দেখি, প্রধান বিচারপতি কী পদক্ষেপ নেন।’
উল্লেখ্য, বারের ১৪ জনের কমিটিতে সভাপতি–সম্পাদকসহ আটটি পদে রয়েছেন সরকার-সমর্থক আইনজীবীরা। আর কোষাধ্যক্ষসহ ছয় পদে রয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
প্রধান বিচারপতির কাছে দেওয়া চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়ায় এবং ভিডিও থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করে, ওই ঘটনার মাধ্যমে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাই এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ ছাড়াও চিঠিতে স্বাক্ষর করেন—বারের কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং কার্য নির্বাহী সদস্য গোলাম আকতার জাকির, মো. মনজুরুল আলম (সুজন) ও কামরুল ইসলাম।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার। ওই মতবিনিময় সভায় প্রার্থী বিচারপতিকে তাঁর স্থানীয় অভিভাবক বলে উল্লেখ করেছেন। এই বিষয়টি প্রধান বিচারপতির নজরে এনেছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের প্যাডে ছয়জন নির্বাচিত প্রতিনিধি (বিএনপিপন্থী) প্রধান বিচারপতিকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। তাঁরা বিষয়টিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক নির্ধারিত আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করেন চিঠিতে।
এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছি। ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছি। এটি সংবিধানের লঙ্ঘন। দেখি, প্রধান বিচারপতি কী পদক্ষেপ নেন।’
উল্লেখ্য, বারের ১৪ জনের কমিটিতে সভাপতি–সম্পাদকসহ আটটি পদে রয়েছেন সরকার-সমর্থক আইনজীবীরা। আর কোষাধ্যক্ষসহ ছয় পদে রয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
প্রধান বিচারপতির কাছে দেওয়া চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়ায় এবং ভিডিও থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করে, ওই ঘটনার মাধ্যমে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাই এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ ছাড়াও চিঠিতে স্বাক্ষর করেন—বারের কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং কার্য নির্বাহী সদস্য গোলাম আকতার জাকির, মো. মনজুরুল আলম (সুজন) ও কামরুল ইসলাম।
এজলাস কক্ষে তানজিরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ ঘটনায় নাজিরের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
৫ মিনিট আগে৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও..
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৭ মিনিট আগেগোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩২ মিনিট আগে