ঢামেক প্রতিবেদক
গত সোমবার রাজধানীর শহীদ মিনারে মারধরের শিকার হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তাঁকে মারধর করা হয়। এ ঘটনার ৪৮ ঘণ্টা পেরোলেও হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রতিবাদে ঢামেক হাসপাতালের প্রায় ২০০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি পালন করছেন।
আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দিন জিলানী বলেন, ‘আমাদের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসাইনকে শহীদ মিনারে মারধরের ঘটনায় আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এই সময়ের মধ্যে হামলাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলাম। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এই ব্যাপারে পুলিশ কোনো কিছুই করেনি। তাই আগের কর্মসূচি অনুযায়ী আমরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার থেকে প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে আছি।’
মহিউদ্দিন জিলানী আরও বলেন, ‘আমাদের দাবি ছিল আমাদের ওই চিকিৎসককে যারা মারধর করেছে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এছাড়া ভবিষ্যতে শহীদ মিনার এলাকায় এমন ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করা। এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।’
এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সর্বাত্মকভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করছি। তবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না।’
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় এখনো কেউ শনাক্ত হয়নি। ইন্টার্নদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যর ডিজি সবাই আলোচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের পক্ষ থেকে একটা জিডি হয়েছে। তাঁদেরকে অনেক ছবি দেখানো হয়েছে। তাঁরা শনাক্ত করতে পারেনি। আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।’
গত সোমবার রাজধানীর শহীদ মিনারে মারধরের শিকার হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তাঁকে মারধর করা হয়। এ ঘটনার ৪৮ ঘণ্টা পেরোলেও হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রতিবাদে ঢামেক হাসপাতালের প্রায় ২০০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি পালন করছেন।
আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দিন জিলানী বলেন, ‘আমাদের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসাইনকে শহীদ মিনারে মারধরের ঘটনায় আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এই সময়ের মধ্যে হামলাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলাম। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এই ব্যাপারে পুলিশ কোনো কিছুই করেনি। তাই আগের কর্মসূচি অনুযায়ী আমরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার থেকে প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে আছি।’
মহিউদ্দিন জিলানী আরও বলেন, ‘আমাদের দাবি ছিল আমাদের ওই চিকিৎসককে যারা মারধর করেছে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এছাড়া ভবিষ্যতে শহীদ মিনার এলাকায় এমন ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করা। এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।’
এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সর্বাত্মকভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করছি। তবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না।’
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় এখনো কেউ শনাক্ত হয়নি। ইন্টার্নদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যর ডিজি সবাই আলোচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের পক্ষ থেকে একটা জিডি হয়েছে। তাঁদেরকে অনেক ছবি দেখানো হয়েছে। তাঁরা শনাক্ত করতে পারেনি। আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৫ মিনিট আগে