মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ থেকে অপহরণ হওয়া এক শিশুকে দিনাজপুর জেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপহরণের শিকার শিশু খাদিজা আক্তার (৪) জেলার সাটুরিয়া উপজেলার চর-তিল্লি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ফরিদ মিয়া প্রবাসে থাকায় শিশু খাদিজা মায়ের সঙ্গে পৌরসভার জয়রা এলাকায় সাইজুদ্দিন নামের এক ব্যক্তির পাঁচতলা বাসায় ভাড়া থাকতেন।
অপরদিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই নারী তিন মাস আগে একই ভবনে খাদিজাদের পাশের ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন। প্রতিবেশী হিসেবে তারা দুই বাড়িতেই আসা যাওয়া করতেন।
গ্রেপ্তার দুই নারী হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চর-হিজুলী গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে আফরিন রেশমা (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর উপজেলার মৃত শরীফুল ইসলামের মেয়ে ঝুমুর আক্তার (৩৮)।
ভুক্তভোগী পরিবার এবং সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট দুপুরের দিকে ওই দুই নারী পুতুল কিনে দেওয়ার কথা বলে শিশু খাদিজাকে বাড়ির বাইরে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাঁরা ওই বাড়িতে থাকা একটি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকা নিয়ে যান। এরপর খাদিজার মা বাসায় এসে তাঁর মেয়ে এবং মেয়ের হাতে থাকা মোবাইল ফোন না পেয়ে পাশের ফ্ল্যাটে ভাড়া থাকা আফরিন রেশমাকে ফোন করে মেয়ের কথা জানতে চাইলে তালবাহানা শুরু করেন।
একপর্যায়ে আফরিন রেশমা খাদিজার মায়ের কাছে নিজের অবস্থান টাঙ্গাইল জেলা জানিয়ে খাদিজার মুক্তির জন্য দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে সময় বেধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে শিশু খাদিজাকে ভারতে পাচার করার হুমকি দেওয়া হয়।
পরে খাদিজার পরিবার বিষয়টি সদর থানায় জানিয়ে একটি অপহরণের মামলা করেন। এরপর বিষয়টি দ্রুত সমাধানের জন্য র্যাব-৪ এবং সেনাবাহিনীর সদস্যদের অবগত করেন। পরে তিন বাহিনী যৌথ অভিযানে গতকাল বুধবার সন্ধ্যায় দিনাজপুর জেলার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক এলাকা থেকে দুই নারীসহ শিশু খাদিজাকে উদ্ধার করে।
সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার জানান, আফরিন রেশমা ও ঝুমুর এরা মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ছিলেন। এই চক্রটি দেশের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে শিশুদের টার্গেট করে অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। আটককৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা হওয়ার পর আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ থেকে অপহরণ হওয়া এক শিশুকে দিনাজপুর জেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপহরণের শিকার শিশু খাদিজা আক্তার (৪) জেলার সাটুরিয়া উপজেলার চর-তিল্লি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ফরিদ মিয়া প্রবাসে থাকায় শিশু খাদিজা মায়ের সঙ্গে পৌরসভার জয়রা এলাকায় সাইজুদ্দিন নামের এক ব্যক্তির পাঁচতলা বাসায় ভাড়া থাকতেন।
অপরদিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই নারী তিন মাস আগে একই ভবনে খাদিজাদের পাশের ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন। প্রতিবেশী হিসেবে তারা দুই বাড়িতেই আসা যাওয়া করতেন।
গ্রেপ্তার দুই নারী হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চর-হিজুলী গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে আফরিন রেশমা (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর উপজেলার মৃত শরীফুল ইসলামের মেয়ে ঝুমুর আক্তার (৩৮)।
ভুক্তভোগী পরিবার এবং সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট দুপুরের দিকে ওই দুই নারী পুতুল কিনে দেওয়ার কথা বলে শিশু খাদিজাকে বাড়ির বাইরে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাঁরা ওই বাড়িতে থাকা একটি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকা নিয়ে যান। এরপর খাদিজার মা বাসায় এসে তাঁর মেয়ে এবং মেয়ের হাতে থাকা মোবাইল ফোন না পেয়ে পাশের ফ্ল্যাটে ভাড়া থাকা আফরিন রেশমাকে ফোন করে মেয়ের কথা জানতে চাইলে তালবাহানা শুরু করেন।
একপর্যায়ে আফরিন রেশমা খাদিজার মায়ের কাছে নিজের অবস্থান টাঙ্গাইল জেলা জানিয়ে খাদিজার মুক্তির জন্য দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে সময় বেধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে শিশু খাদিজাকে ভারতে পাচার করার হুমকি দেওয়া হয়।
পরে খাদিজার পরিবার বিষয়টি সদর থানায় জানিয়ে একটি অপহরণের মামলা করেন। এরপর বিষয়টি দ্রুত সমাধানের জন্য র্যাব-৪ এবং সেনাবাহিনীর সদস্যদের অবগত করেন। পরে তিন বাহিনী যৌথ অভিযানে গতকাল বুধবার সন্ধ্যায় দিনাজপুর জেলার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক এলাকা থেকে দুই নারীসহ শিশু খাদিজাকে উদ্ধার করে।
সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার জানান, আফরিন রেশমা ও ঝুমুর এরা মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ছিলেন। এই চক্রটি দেশের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে শিশুদের টার্গেট করে অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। আটককৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা হওয়ার পর আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজন রসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
৪ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে