দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী রেখা আক্তারের (১৭) মরদেহ দুই দিন পর পাওয়া গেছে। আজ শনিবার সকালে মরদেহটি পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি খালে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকা ডুবে নিখোঁজ হয় রেখা।
নিহত রেখা আক্তার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া এলাকার মহরম মিয়ার মেয়ে। সে কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করে সামনে কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে পারলেও রেখা নিখোঁজ হয়। এর পরই ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। কিন্তু দুই দিনের অভিযানেও খোঁজ মেলেনি নিখোঁজ রেখার। আজ শনিবার ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি খালে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে।
ডুবে যাওয়া নৌকার যাত্রী সোহেল রানা বলেন, ‘ছোট নৌকায় বেশি যাত্রী নিয়েছিল চালক। তখন আমি বেশি লোকজন নৌকায় ওঠানোর কথা নিষেধ করলেও শোনেনি। এরপর কিছুটা সামনে যেতেই নৌকার নিচে ভাঙা দিয়ে পানি উঠতে থাকে এবং ডুবে যায়।’
দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু বলেন, ‘আজ সকালে শ্যামনগর এলাকার একটি বিলের পাশে রেখার লাশের খোঁজ মেলে। এটিই রেখার লাশ বলে নিশ্চিত হওয়া গেছে। সেখানে থেকে তার লাশ আনা হচ্ছে।’
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব, আজ সকালে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের খাল থেকে নিখোঁজ ছাত্রী রেখা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী রেখা আক্তারের (১৭) মরদেহ দুই দিন পর পাওয়া গেছে। আজ শনিবার সকালে মরদেহটি পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি খালে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকা ডুবে নিখোঁজ হয় রেখা।
নিহত রেখা আক্তার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া এলাকার মহরম মিয়ার মেয়ে। সে কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করে সামনে কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে পারলেও রেখা নিখোঁজ হয়। এর পরই ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। কিন্তু দুই দিনের অভিযানেও খোঁজ মেলেনি নিখোঁজ রেখার। আজ শনিবার ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি খালে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে।
ডুবে যাওয়া নৌকার যাত্রী সোহেল রানা বলেন, ‘ছোট নৌকায় বেশি যাত্রী নিয়েছিল চালক। তখন আমি বেশি লোকজন নৌকায় ওঠানোর কথা নিষেধ করলেও শোনেনি। এরপর কিছুটা সামনে যেতেই নৌকার নিচে ভাঙা দিয়ে পানি উঠতে থাকে এবং ডুবে যায়।’
দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু বলেন, ‘আজ সকালে শ্যামনগর এলাকার একটি বিলের পাশে রেখার লাশের খোঁজ মেলে। এটিই রেখার লাশ বলে নিশ্চিত হওয়া গেছে। সেখানে থেকে তার লাশ আনা হচ্ছে।’
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব, আজ সকালে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের খাল থেকে নিখোঁজ ছাত্রী রেখা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে