ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও ধলাইরচর গ্রামের নুরুল শেখের ছেলে রাজু শেখ (২২)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এর মধ্যে হুসাইন মিয়া একটি জাহাজ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারীর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে মালঞ্চ পরিবহনের একটি লোকাল বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনেই বাসটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে রাত আটটার দিকে থানায় আসেন নিহতের স্বজনরা। এ সময় তাঁরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।
নিহতের ফুফু শিউলী বেগম বলেন, ‘ওরা দুই ভাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। সন্ধ্যায় জানতে পারি হুসাইন মারা গেছে। থানায় এসে দেখি রাজুও মারা গেছে।’ এই বলে তিনি আহাজারি শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে পেছন থেকে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে। ঘটনার পর চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় সড়ক আইনে মামলা হবে।’
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও ধলাইরচর গ্রামের নুরুল শেখের ছেলে রাজু শেখ (২২)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এর মধ্যে হুসাইন মিয়া একটি জাহাজ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারীর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে মালঞ্চ পরিবহনের একটি লোকাল বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনেই বাসটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে রাত আটটার দিকে থানায় আসেন নিহতের স্বজনরা। এ সময় তাঁরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।
নিহতের ফুফু শিউলী বেগম বলেন, ‘ওরা দুই ভাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। সন্ধ্যায় জানতে পারি হুসাইন মারা গেছে। থানায় এসে দেখি রাজুও মারা গেছে।’ এই বলে তিনি আহাজারি শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে পেছন থেকে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে। ঘটনার পর চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় সড়ক আইনে মামলা হবে।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
৫ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে