ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ঢামেক প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭: ১৫

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম নাঈম হোসেন (২৭)। এই ঘটনায় আহত হয়েছেন সাগর (১৯) নামে আরও একজন। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাঈমকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. হোসেনের ছেলে নাঈম। বর্তমানে বাংলামোটর আলম হোটেলের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

নাঈমের বন্ধু মো. শরিফ হোসেন জানান, এক বন্ধুর জন্মদিন পালন করতে গত রাতে আমার মোটরসাইকেল নিয়ে গিয়েছিল নাঈম। ৫টি মোটরসাইকেলে মোট ১০ জন মিলে মাওয়া ঘাট গিয়েছিলেন জন্মদিন পালন করতে। সেখান থেকে মধ্যরাতে ঢাকায় ফেরার সময় ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশের ঢালে নাঈমের মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দেয় বলে শুনতে পেরেছি। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত সাগরকে ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। 

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোল্লা জাকির হোসেন জানান, ঢাকা-মাওয়া রোডের কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত