ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রীদের বাথরুমে ঢুকে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা তানজিন আল আমিনের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
তানজিন আল আমিন ছাত্রলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি স্যার এ এফ রহমান হল সংসদের সাবেক সমাজসেবা সম্পাদকও ছিলেন।
এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটুর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তানজিন মাতাল অবস্থায় ছিলেন বলে উল্লেখ করেছেন অভিযোগকারী ছাত্রী।
অভিযোগ পত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিন আল আলামিন মদ্যপ অবস্থায় নারীদের ওয়াশ রুমে প্রবেশ করে অর্ধনগ্ন অবস্থায় আমার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। অভব্যতার কারণ জিজ্ঞাসা করা হলে বাথরুম থেকে বেরিয়ে এসে তানজিন ও তার সঙ্গে থাকা কয়েকজনকে “দেখে নেওয়ার” হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।’
টিএসসি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে বলেও উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে ট্রমায় আছেন বলেও জানান ৷
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানজিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভুল করে মেয়েদের ওয়াশ রুমে ঢুকেছিলাম। বুঝতে পেরে দ্রুত বের হয়ে ছেলেদের ওয়াশ রুমে যাই। ওই ছাত্রী এবং তার বন্ধুদের কাছে একাধিকবার দুঃখ প্রকাশ করেছি। ক্ষমা চেয়েছি। ক্ষমা চাইতে আবার প্রয়োজনে তার কাছে যাব। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমি মাতাল অবস্থায় ছিলাম না। কেন আমার বিরুদ্ধে এ গুরুতর অভিযোগ তা বুঝতে পারছি না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি ৷’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রীদের বাথরুমে ঢুকে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা তানজিন আল আমিনের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
তানজিন আল আমিন ছাত্রলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি স্যার এ এফ রহমান হল সংসদের সাবেক সমাজসেবা সম্পাদকও ছিলেন।
এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটুর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তানজিন মাতাল অবস্থায় ছিলেন বলে উল্লেখ করেছেন অভিযোগকারী ছাত্রী।
অভিযোগ পত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিন আল আলামিন মদ্যপ অবস্থায় নারীদের ওয়াশ রুমে প্রবেশ করে অর্ধনগ্ন অবস্থায় আমার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। অভব্যতার কারণ জিজ্ঞাসা করা হলে বাথরুম থেকে বেরিয়ে এসে তানজিন ও তার সঙ্গে থাকা কয়েকজনকে “দেখে নেওয়ার” হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।’
টিএসসি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে বলেও উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে ট্রমায় আছেন বলেও জানান ৷
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানজিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভুল করে মেয়েদের ওয়াশ রুমে ঢুকেছিলাম। বুঝতে পেরে দ্রুত বের হয়ে ছেলেদের ওয়াশ রুমে যাই। ওই ছাত্রী এবং তার বন্ধুদের কাছে একাধিকবার দুঃখ প্রকাশ করেছি। ক্ষমা চেয়েছি। ক্ষমা চাইতে আবার প্রয়োজনে তার কাছে যাব। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমি মাতাল অবস্থায় ছিলাম না। কেন আমার বিরুদ্ধে এ গুরুতর অভিযোগ তা বুঝতে পারছি না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি ৷’
বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৫ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে