নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। মামলাটি থানা-পুলিশ তদন্ত করছে। ভবন ও দোকানমালিককে এর আগে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও তাঁদের এই মামলায় আসামি করা হয়নি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তে যাঁর যাঁর অবহেলা পাওয়া যাবে, তাঁকেই আসামি করা হবে। তাঁদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে।’
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটি স্থিতিশীল করতে কাজ করছে রাজউক। লোহার খুঁটি বা পাইপ দিয়ে ভবনটি স্থিতিশীল করতে তাঁরা কাজ করছেন। বিস্ফোরণের উৎসস্থল খুঁজতে ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভবনটির সবশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রঙ্গন মণ্ডল বলেন, ‘আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করব, ভবনটি রেট্রোফিটিং করা যায় কি না। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে। তখন যদি মনে হয়, ভবনটি রাখা যাবে না, তাহলে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিস্ফোরণের পর থেকে বন্ধ রয়েছে ভবনের সামনের সড়ক। অন্য পাশের সড়ক দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
সড়ক খুলে দেওয়ার বিষয়ে রাজউকের কারিগরি কমিটির আহ্বায়ক ও সংস্থাটির উন্নয়ন শাখার সদস্য মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘এখন ভবনটি স্টেবল করার জন্য কাজ শুরু করেছি। শুক্র-শনিবার সড়কে এত ভিড় থাকে না। সুতরাং আশা করছি, এই কাজ শেষে আগামী রোববারের মধ্যে সড়ক চলাচলের জন্য ছেড়ে দিতে পারব।’
রাজধানীর সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। মামলাটি থানা-পুলিশ তদন্ত করছে। ভবন ও দোকানমালিককে এর আগে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও তাঁদের এই মামলায় আসামি করা হয়নি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তে যাঁর যাঁর অবহেলা পাওয়া যাবে, তাঁকেই আসামি করা হবে। তাঁদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে।’
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটি স্থিতিশীল করতে কাজ করছে রাজউক। লোহার খুঁটি বা পাইপ দিয়ে ভবনটি স্থিতিশীল করতে তাঁরা কাজ করছেন। বিস্ফোরণের উৎসস্থল খুঁজতে ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভবনটির সবশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রঙ্গন মণ্ডল বলেন, ‘আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করব, ভবনটি রেট্রোফিটিং করা যায় কি না। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে। তখন যদি মনে হয়, ভবনটি রাখা যাবে না, তাহলে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিস্ফোরণের পর থেকে বন্ধ রয়েছে ভবনের সামনের সড়ক। অন্য পাশের সড়ক দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
সড়ক খুলে দেওয়ার বিষয়ে রাজউকের কারিগরি কমিটির আহ্বায়ক ও সংস্থাটির উন্নয়ন শাখার সদস্য মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘এখন ভবনটি স্টেবল করার জন্য কাজ শুরু করেছি। শুক্র-শনিবার সড়কে এত ভিড় থাকে না। সুতরাং আশা করছি, এই কাজ শেষে আগামী রোববারের মধ্যে সড়ক চলাচলের জন্য ছেড়ে দিতে পারব।’
বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৭ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৩৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৪৪ মিনিট আগে