সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের আমিনবাজারের তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।
বড়দেশী এলাকার নারী চমক জান জানান, তিনি তাঁর দুই মেয়ে ও ৩ নাতিকে হারিয়েছেন। তাঁর মেয়েরা হলেন সোয়ালা (২০) ও রুপায়ন (২৪) এবং ৩ নাতি জেসমিন (২), আরমান (৫) ও ইমরান (৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।
বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ন ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তাঁরা নৌকায় ছিলেন। তাঁদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি (৫) ও আলমিনা (৮)। দেড় বছরের টুম্পাকে সঙ্গে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে।
জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তাঁরা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সবাই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।
সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের আমিনবাজারের তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।
বড়দেশী এলাকার নারী চমক জান জানান, তিনি তাঁর দুই মেয়ে ও ৩ নাতিকে হারিয়েছেন। তাঁর মেয়েরা হলেন সোয়ালা (২০) ও রুপায়ন (২৪) এবং ৩ নাতি জেসমিন (২), আরমান (৫) ও ইমরান (৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত।
বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ন ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তাঁরা নৌকায় ছিলেন। তাঁদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি (৫) ও আলমিনা (৮)। দেড় বছরের টুম্পাকে সঙ্গে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে।
জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তাঁরা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সবাই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৮ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৯ মিনিট আগে