নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।
নিম্ন আয়ের মানুষকে ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে রমজান মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্থিতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষদের ভালো রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। এই মাসের মাঝামাঝি আরও একবার পণ্য দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলে থাকেন, দেশে ৪ কোটির বেশি মানুষ অতি দরিদ্র। সে অনুযায়ী ১ কোটি কার্ডের মাধ্যমে ৪ থেকে ৫ কোটি মানুষ টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছেন।’
কার্ডধারীরা তাঁদের পণ্য যাতে সঠিকভাবে ও সময়মতো পান, সে জন্য ডিলারদের সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী।
কার্ডের সংখ্যা বাড়ানো হবে কি না—মন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখে আজকের পত্রিকা। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ১ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে নতুন করে ৫ হাজার কার্ডের একটি অনুরোধ আছে, সেটি বিবেচনায় আছে। বাড়লে ৫ হাজার নতুন কার্ড বাড়তে পারে।’
এদিকে মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ কার্ডধারীকে পণ্য দেওয়ার কথা ছিল। তবে অনেকেই পণ্য না নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে ডিলার মেসার্স রেইনবো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লুৎফর হাসান দিপু আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পণ্য পাননি তাঁরা নির্ধারিত দোকান থেকে টিসিবির পণ্য নিতে পারবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অনেকে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে