বিশেষ প্রতিনিধি, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নিজ এলাকা নাজিরাবাজারের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আল্লাহ তালা মেহেরবানি করলে নৌকা বিজয়ী হবে। ভোটের পরিবেশ নিয়ে আমি মোর দেন হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড।’
সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দে ভোট দিতে আসছে। এ এলাকার মানুষের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা কম। তাঁরা একটু সময় নিয়ে রিলাক্স মুডে আসে। সময় যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। আশা করছি দুপুরের পর ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে।’
কত পার্সেন্ট ভোটার উপস্থিতিতে আপনি সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটার সংখ্যা যত বেশি হয় আমি তত বেশি সন্তুষ্ট। আমি মনে করি, অলরেডি পুরান ঢাকার মানুষ ভোটকেন্দ্রে আসা শুরু করেছে, আপনি যদি কেন্দ্রগুলোতে যান, দেখবেন ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’
ভোটের পরিবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিচ্ছে। তারা প্রমাণ করে দিচ্ছে—শেখ হাসিনা যেটা বলেছেন—সেটাই সঠিক।’
জয়ের আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন বলেন, ‘আমি আশাবাদী, ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।’ কাকে ভোট দিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা মার্কায় দিয়েছি। ইনশা আল্লাহ জয় হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নিজ এলাকা নাজিরাবাজারের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আল্লাহ তালা মেহেরবানি করলে নৌকা বিজয়ী হবে। ভোটের পরিবেশ নিয়ে আমি মোর দেন হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড।’
সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দে ভোট দিতে আসছে। এ এলাকার মানুষের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা কম। তাঁরা একটু সময় নিয়ে রিলাক্স মুডে আসে। সময় যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। আশা করছি দুপুরের পর ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে।’
কত পার্সেন্ট ভোটার উপস্থিতিতে আপনি সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটার সংখ্যা যত বেশি হয় আমি তত বেশি সন্তুষ্ট। আমি মনে করি, অলরেডি পুরান ঢাকার মানুষ ভোটকেন্দ্রে আসা শুরু করেছে, আপনি যদি কেন্দ্রগুলোতে যান, দেখবেন ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’
ভোটের পরিবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিচ্ছে। তারা প্রমাণ করে দিচ্ছে—শেখ হাসিনা যেটা বলেছেন—সেটাই সঠিক।’
জয়ের আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন বলেন, ‘আমি আশাবাদী, ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।’ কাকে ভোট দিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা মার্কায় দিয়েছি। ইনশা আল্লাহ জয় হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩২ মিনিট আগে