নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটেছে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডের লেকপাড়ে এ ঘটনা ঘটে ৷ তবে মারামারির সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার আইডিয়াল কলেজের কোনো এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র এমন খবর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ পরে আইডিয়াল কলেজের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ধানমন্ডি লেকপাড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে পেয়ে বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা করে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয় ৷ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ ও কলেজ প্রশাসন সূত্র ৷
ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে আমরা নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা সকালে ওই এলাকা ঘুরে এসেছি ৷ কলেজে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে ৷ আমাদের ঢাকা কলেজের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে ৷ সবাই বাসায় ফিরে গেছেন ৷
আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মারামারির ঘটনা ঘটেছে ৷ তবে ঠিক কি কারণে ঘটেছে সেটি জানি না৷ আমরা বসবো এটা নিয়ে ৷ তদন্ত সাপেক্ষে বলতে পারব কি হয়েছে ৷
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি না৷ ক্যাম্পাসের বাইরের এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ এসব ঘটনায় কেউ দোষী হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে ৷
শিক্ষার্থীদের মারামারির বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, সংঘর্ষের কোনো ঘটনা ঘটে নাই ৷ ওইখানে যারা খেতে গেছে ওদের মধ্যে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটেছে ৷ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসব করে না৷ পার্সোনাল সময়ে এসব করে পরে ক্যাম্পাসে টেনে নিয়ে আসে৷
রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটেছে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডের লেকপাড়ে এ ঘটনা ঘটে ৷ তবে মারামারির সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার আইডিয়াল কলেজের কোনো এক শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র এমন খবর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ পরে আইডিয়াল কলেজের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ধানমন্ডি লেকপাড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে পেয়ে বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা করে ৷ এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয় ৷ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ ও কলেজ প্রশাসন সূত্র ৷
ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে আমরা নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা সকালে ওই এলাকা ঘুরে এসেছি ৷ কলেজে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে ৷ আমাদের ঢাকা কলেজের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে ৷ সবাই বাসায় ফিরে গেছেন ৷
আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মারামারির ঘটনা ঘটেছে ৷ তবে ঠিক কি কারণে ঘটেছে সেটি জানি না৷ আমরা বসবো এটা নিয়ে ৷ তদন্ত সাপেক্ষে বলতে পারব কি হয়েছে ৷
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি না৷ ক্যাম্পাসের বাইরের এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ এসব ঘটনায় কেউ দোষী হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে ৷
শিক্ষার্থীদের মারামারির বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, সংঘর্ষের কোনো ঘটনা ঘটে নাই ৷ ওইখানে যারা খেতে গেছে ওদের মধ্যে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটেছে ৷ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসব করে না৷ পার্সোনাল সময়ে এসব করে পরে ক্যাম্পাসে টেনে নিয়ে আসে৷
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৫ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৩ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩১ মিনিট আগে