নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক রক্ষায় আন্দোলন চলবে বলে জানিয়েছেন পার্ক রক্ষায় সোচ্চার আন্দোলনকারীরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব আখতারুজ্জামান খান। তিনি জানান, ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ১৮৫৭ সালের ভারতবর্ষের প্রথম স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক স্থান। কিন্তু কয়েক মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে পার্কের অভ্যন্তরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ শুরু হয়। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ প্রতিবাদ অব্যাহত রেখেছেন। গত ১০ নভেম্বর সংগ্রাম পরিষদ ও বিশিষ্ট ১৬ জন নাগরিক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করে পার্কে বাণিজ্য স্থাপনা নির্মাণ বন্ধ, আগের মতো গোলাকার বেষ্টনী নির্মাণ এবং ১৮৫৭ সালের বীর শহীদদের স্মরণে লেখাটি পুনঃস্থাপনের দাবি জানান।
মেয়র এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এর পরও পার্কে সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে রেস্তোরাঁ চালু হয়েছে বলে জানান আখতারুজ্জামান খান। এ সময় পার্ক রক্ষায় ৩১ জানুয়ারি পুরান ঢাকার সব ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময়সহ ২৪ মে পর্যন্ত ১২ দফা কর্মসূচির ঘোষণা দেন তিনি।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, ‘এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা চাই পার্কের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা হোক, আগের মতো শরীরচর্চা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু হোক এবং পার্কটি রক্ষা পাক।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস ছাত্তার, মিরুজ্জামান খান মিরুসহ অন্যরা।
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক রক্ষায় আন্দোলন চলবে বলে জানিয়েছেন পার্ক রক্ষায় সোচ্চার আন্দোলনকারীরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব আখতারুজ্জামান খান। তিনি জানান, ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ১৮৫৭ সালের ভারতবর্ষের প্রথম স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক স্থান। কিন্তু কয়েক মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে পার্কের অভ্যন্তরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ শুরু হয়। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ প্রতিবাদ অব্যাহত রেখেছেন। গত ১০ নভেম্বর সংগ্রাম পরিষদ ও বিশিষ্ট ১৬ জন নাগরিক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করে পার্কে বাণিজ্য স্থাপনা নির্মাণ বন্ধ, আগের মতো গোলাকার বেষ্টনী নির্মাণ এবং ১৮৫৭ সালের বীর শহীদদের স্মরণে লেখাটি পুনঃস্থাপনের দাবি জানান।
মেয়র এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এর পরও পার্কে সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে রেস্তোরাঁ চালু হয়েছে বলে জানান আখতারুজ্জামান খান। এ সময় পার্ক রক্ষায় ৩১ জানুয়ারি পুরান ঢাকার সব ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময়সহ ২৪ মে পর্যন্ত ১২ দফা কর্মসূচির ঘোষণা দেন তিনি।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, ‘এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা চাই পার্কের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা হোক, আগের মতো শরীরচর্চা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু হোক এবং পার্কটি রক্ষা পাক।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস ছাত্তার, মিরুজ্জামান খান মিরুসহ অন্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৪ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১৪ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৭ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৮ মিনিট আগে