শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় লাকু মাদবর (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের নাওডোবা গোলচত্বরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আহতদের ঢাকায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে বাসটি নাওডোবা গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষায় থাকা ভ্যানচালক ও জনসাধারণের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মারা যান ভ্যানচালক লাকু মাদবর। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য শেখ রাসেল সেনানিবাসের এক সেনাসদস্য স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেনাসদস্যের মেয়েসহ আরও চারজন আহত হন।
লাকু মাদবরের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় লাকু মাদবর (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের নাওডোবা গোলচত্বরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আহতদের ঢাকায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে বাসটি নাওডোবা গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষায় থাকা ভ্যানচালক ও জনসাধারণের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মারা যান ভ্যানচালক লাকু মাদবর। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য শেখ রাসেল সেনানিবাসের এক সেনাসদস্য স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেনাসদস্যের মেয়েসহ আরও চারজন আহত হন।
লাকু মাদবরের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১৩ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৬ মিনিট আগে