জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে পরিবহন পুলের গাড়ি চালকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। তবে একাধিক চালকের গায়ে হাত তোলা ও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী।
জানা যায়, গত ১৫-২০ দিন আগে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্দেশ্যে পরিবহন পুলের নির্ধারিত গাড়ি করে রওনা দেন প্রধান প্রকৌশলী হেলাল। পথিমধ্যে প্রকৌশলী ফোনে কথা বলার সময়ে গাড়িচালক বিপ্লবের মোবাইল ফোনেও কল করেন পরিবহন পুলের এক কর্মকর্তা।
তখন চালক বিপ্লব ফোন রিসিভ করে কথা বলতে লাগলে পেছন থেকে থাপ্পড় মেরে বসেন প্রধান প্রকৌশলী। এ ঘটনা জানাজানি হওয়ার পর পরিবহন পুলের একাধিক চালক প্রকৌশলীর এমন অমানবিক আচরণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অফিসে। নিজের ব্যক্তিগত গাড়ি চালক মোখলেসকেও বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে চালক বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু অফিস থেকে ফোন এসেছে আমাকে রিসিভ করতেই হতো। কিন্তু প্রধান প্রকৌশলী আমাকে পেছন থেকে ঘাড় ধরে থাপ্পড় দেয়। তখন আমি ওনাকে আর কিছু বলিনি। ক্যাম্পাসে এসে পরিবহন প্রশাসককে বিষয়টি জানিয়েছি। স্যার আমাকে বিষয়টি দেখবেন বলেছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন পুলের একাধিক গাড়িচালক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময় প্রকৌশলী আমাদের সঙ্গে অমানবিক আচরণ করে। এসব ঘটনার পর আমরা চেয়েছিলাম সব গাড়ি বন্ধ করে দিতে কিন্তু পরিবহন প্রশাসকের আশ্বাসে আমরা এমনটা করিনি।
পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িচালকরা প্রধান প্রকৌশলীর এমন আচরণের বিষয়টি আমাকে জানিয়েছিল। তখন আমি প্রকৌশলীকে ডেকে বিষয়টি জিজ্ঞেস করেছি। তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন।’
এমন অভিযোগের বিষয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে বিষয়টি এমন ছিল না। অনেক সময় গুরুত্বপূর্ণ কল আসে আমার। তখন চালকেরা কথা বলতে লাগলে আমি পেছন থেকে সিগন্যাল দিয়ে থাকি হাত দিয়ে।’
একাধিক চালকের অভিযোগের বিষয়ে প্রকৌশলী বলেন, ‘হয়তো অনেককেই এই সিগন্যাল দিয়ে থাকতে পারি। এটা শুধুই সিগন্যাল ছিল, অন্য কিছু নয়। আমি কারও সঙ্গে অমানবিক আচরণ করেছি বলে তো আমার মনে পড়ে না।’
সিদ্ধার্থ ভৌমিক আরও বলেন, ‘পরিবহন পুলের কোনো কর্মকর্তা চালকদের ফোন করলে তাঁরা কল ধরতে বাধ্য। পরিবহন পুলের তিন-চারজন চালক প্রকৌশলীর কাছে মার খাওয়ার বিষয়টি জানিয়েছে আমাকে। আমি উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। প্রকৌশলীর ব্যক্তিগত চালকও বলেছে, তাঁকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেওয়াসহ গালিগালাজ করেন তিনি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে পরিবহন পুলের গাড়ি চালকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। তবে একাধিক চালকের গায়ে হাত তোলা ও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী।
জানা যায়, গত ১৫-২০ দিন আগে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্দেশ্যে পরিবহন পুলের নির্ধারিত গাড়ি করে রওনা দেন প্রধান প্রকৌশলী হেলাল। পথিমধ্যে প্রকৌশলী ফোনে কথা বলার সময়ে গাড়িচালক বিপ্লবের মোবাইল ফোনেও কল করেন পরিবহন পুলের এক কর্মকর্তা।
তখন চালক বিপ্লব ফোন রিসিভ করে কথা বলতে লাগলে পেছন থেকে থাপ্পড় মেরে বসেন প্রধান প্রকৌশলী। এ ঘটনা জানাজানি হওয়ার পর পরিবহন পুলের একাধিক চালক প্রকৌশলীর এমন অমানবিক আচরণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অফিসে। নিজের ব্যক্তিগত গাড়ি চালক মোখলেসকেও বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে চালক বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু অফিস থেকে ফোন এসেছে আমাকে রিসিভ করতেই হতো। কিন্তু প্রধান প্রকৌশলী আমাকে পেছন থেকে ঘাড় ধরে থাপ্পড় দেয়। তখন আমি ওনাকে আর কিছু বলিনি। ক্যাম্পাসে এসে পরিবহন প্রশাসককে বিষয়টি জানিয়েছি। স্যার আমাকে বিষয়টি দেখবেন বলেছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন পুলের একাধিক গাড়িচালক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময় প্রকৌশলী আমাদের সঙ্গে অমানবিক আচরণ করে। এসব ঘটনার পর আমরা চেয়েছিলাম সব গাড়ি বন্ধ করে দিতে কিন্তু পরিবহন প্রশাসকের আশ্বাসে আমরা এমনটা করিনি।
পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িচালকরা প্রধান প্রকৌশলীর এমন আচরণের বিষয়টি আমাকে জানিয়েছিল। তখন আমি প্রকৌশলীকে ডেকে বিষয়টি জিজ্ঞেস করেছি। তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন।’
এমন অভিযোগের বিষয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে বিষয়টি এমন ছিল না। অনেক সময় গুরুত্বপূর্ণ কল আসে আমার। তখন চালকেরা কথা বলতে লাগলে আমি পেছন থেকে সিগন্যাল দিয়ে থাকি হাত দিয়ে।’
একাধিক চালকের অভিযোগের বিষয়ে প্রকৌশলী বলেন, ‘হয়তো অনেককেই এই সিগন্যাল দিয়ে থাকতে পারি। এটা শুধুই সিগন্যাল ছিল, অন্য কিছু নয়। আমি কারও সঙ্গে অমানবিক আচরণ করেছি বলে তো আমার মনে পড়ে না।’
সিদ্ধার্থ ভৌমিক আরও বলেন, ‘পরিবহন পুলের কোনো কর্মকর্তা চালকদের ফোন করলে তাঁরা কল ধরতে বাধ্য। পরিবহন পুলের তিন-চারজন চালক প্রকৌশলীর কাছে মার খাওয়ার বিষয়টি জানিয়েছে আমাকে। আমি উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। প্রকৌশলীর ব্যক্তিগত চালকও বলেছে, তাঁকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেওয়াসহ গালিগালাজ করেন তিনি।’
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৭ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে