মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মামুন (২৩) নামে এক যুবকের ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. আবু ছিদ্দিকের ছেলে। তিনি একজন ট্রাক্টরচালক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, খালিয়াবাইদ গ্রামের এক মেয়ের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মামুনের। বিষয়টি উভয় পরিবারই জানত। কয়েক দিন আগে মামুনের পরিবার থেকে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রেমিকার পরিবার তাতে সম্মতি দেয়নি। শনিবার রাত ১টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। কিন্তু প্রেমিকা দেখা করেননি। পরে রাত ২টার দিকে মামুন তাঁর ছোট ভাইকে কল দিয়ে বলেন, ‘আমাকে ক্ষমা করে দিস, আর হয়তো দেখা হবে না।’
পরে তাঁকে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। তাঁর সন্দেহ হলে ওই মেয়ের বাড়িতে যান। তখন ওই বাড়ির বারান্দায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে জানতে চাওয়া হলে তাঁরা কোনো মন্তব্য করেননি।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা প্রেমঘটিত ঘটনা হতে পারে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নরসিংদীর মনোহরদীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মামুন (২৩) নামে এক যুবকের ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. আবু ছিদ্দিকের ছেলে। তিনি একজন ট্রাক্টরচালক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, খালিয়াবাইদ গ্রামের এক মেয়ের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মামুনের। বিষয়টি উভয় পরিবারই জানত। কয়েক দিন আগে মামুনের পরিবার থেকে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রেমিকার পরিবার তাতে সম্মতি দেয়নি। শনিবার রাত ১টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। কিন্তু প্রেমিকা দেখা করেননি। পরে রাত ২টার দিকে মামুন তাঁর ছোট ভাইকে কল দিয়ে বলেন, ‘আমাকে ক্ষমা করে দিস, আর হয়তো দেখা হবে না।’
পরে তাঁকে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। তাঁর সন্দেহ হলে ওই মেয়ের বাড়িতে যান। তখন ওই বাড়ির বারান্দায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে জানতে চাওয়া হলে তাঁরা কোনো মন্তব্য করেননি।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা প্রেমঘটিত ঘটনা হতে পারে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
৯ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১৮ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
৪৪ মিনিট আগে