ঢাবি প্রতিনিধি
‘লাশ হয়ে বের হব তবুও ক্যাম্পাস ছাড়ব না’—৫ মে পর্যন্ত ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হল-ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশের প্রতিক্রিয়ায় এমনটি বলেছেন শিক্ষার্থীরা।
এই সংবাদ লেখার সময় রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিল। হল-ক্যাম্পাস ছেড়ে কোনো শিক্ষার্থী যায়নি বলে জানা যায়।
আশিক আব্দুল্লাহ নামের ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমার ভাই আহত। ব্যবসায়ীরা আমাদের মারছে। এই মুহূর্তে আমরা কোথায় যাব? আমরা ক্যাম্পাস ছাড়ব না।’ কলেজ প্রশাসনের এ রকম সিদ্ধান্তকে অনৈতিক বলে উল্লেখ করেন এ শিক্ষার্থী।
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব। তবু হল-ক্যাম্পাস ছাড়ব না।’
তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষকে সুন্দর সমাধান করার আহ্বান জানিয়েছি। তিনি যদি না পারেন তাহলে তাঁর পদত্যাগ দাবি করছি।’
সরেজমিনে দেখা যায়, আজ ইফতারের আগমুহূর্তে নিউমার্কেট এলাকার পরিবেশ শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ইফতারের পরপরই আবারও লাঠি ও দেশীয় অস্ত্র হাতে নিউমার্কেটে অবস্থান নেন ব্যবসায়ীরা। একই সময় শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। উত্তেজনা থাকলেও সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
‘লাশ হয়ে বের হব তবুও ক্যাম্পাস ছাড়ব না’—৫ মে পর্যন্ত ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হল-ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশের প্রতিক্রিয়ায় এমনটি বলেছেন শিক্ষার্থীরা।
এই সংবাদ লেখার সময় রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিল। হল-ক্যাম্পাস ছেড়ে কোনো শিক্ষার্থী যায়নি বলে জানা যায়।
আশিক আব্দুল্লাহ নামের ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমার ভাই আহত। ব্যবসায়ীরা আমাদের মারছে। এই মুহূর্তে আমরা কোথায় যাব? আমরা ক্যাম্পাস ছাড়ব না।’ কলেজ প্রশাসনের এ রকম সিদ্ধান্তকে অনৈতিক বলে উল্লেখ করেন এ শিক্ষার্থী।
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব। তবু হল-ক্যাম্পাস ছাড়ব না।’
তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষকে সুন্দর সমাধান করার আহ্বান জানিয়েছি। তিনি যদি না পারেন তাহলে তাঁর পদত্যাগ দাবি করছি।’
সরেজমিনে দেখা যায়, আজ ইফতারের আগমুহূর্তে নিউমার্কেট এলাকার পরিবেশ শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ইফতারের পরপরই আবারও লাঠি ও দেশীয় অস্ত্র হাতে নিউমার্কেটে অবস্থান নেন ব্যবসায়ীরা। একই সময় শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। উত্তেজনা থাকলেও সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
১৭ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
২৬ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
৩ ঘণ্টা আগে