নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আদালত অবমাননা হয় ভবিষ্যতে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ।
আজ বুধবার নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন নুরুল হক নুর। তবে সেদিন আদালত বলেন, ‘ভবিষ্যতে করবেন না—এমনটি তো দেখছি না।’ আদালত বলেন, ‘এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই।’ পরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন।
এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত বছরের ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী ওই দিন হাজির হন তিনি। পরে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী হাজির হয়ে ব্যাখ্যা দিলেও আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় নতুন করে ব্যাখ্যা দেন।
আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নুরুল হক নুর আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন, ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আদালতের বিষয়ে কথা বলতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আদালত ৩০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন নুরকে উপস্থিত থাকতে হবে।’
বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আদালত অবমাননা হয় ভবিষ্যতে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ।
আজ বুধবার নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন নুরুল হক নুর। তবে সেদিন আদালত বলেন, ‘ভবিষ্যতে করবেন না—এমনটি তো দেখছি না।’ আদালত বলেন, ‘এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই।’ পরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন।
এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত বছরের ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী ওই দিন হাজির হন তিনি। পরে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী হাজির হয়ে ব্যাখ্যা দিলেও আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় নতুন করে ব্যাখ্যা দেন।
আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নুরুল হক নুর আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন, ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আদালতের বিষয়ে কথা বলতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আদালত ৩০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন নুরকে উপস্থিত থাকতে হবে।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১৬ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
৩২ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে