নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগে অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৯ মার্চের মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে এই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক পাইলট নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি করে দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে গত বছরের মার্চে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করলে তদন্ত করতে কমিটি করে দেন হাইকোর্ট।
২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের শুরুর দিকে এসব পাইলটকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণও দেওয়া শুরু করা হয়।
বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগে অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৯ মার্চের মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে এই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক পাইলট নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি করে দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে গত বছরের মার্চে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করলে তদন্ত করতে কমিটি করে দেন হাইকোর্ট।
২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের শুরুর দিকে এসব পাইলটকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণও দেওয়া শুরু করা হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩২ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৩ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৩ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে