নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও মেয়র দাবি করেছেন, তাঁর আলাদা আলাদা বক্তব্যকে একসঙ্গে জুড়ে দিয়ে অপপ্রচার করা হচ্ছে।
মেয়রের বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সভায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে মেয়র জাহাঙ্গীরের একটি ভিডিও বক্তব্য পোস্ট করা হয়। ৪ মিনিট ৪ সেকেন্ডের এ ভিডিওর শুরুতে দেখা যায় তিনি চেয়ারে বসে কথা বলছেন। পাশ থেকে তা গোপনে ধারণ করা হয়েছে। কয়েক সেকেন্ড পরে ভিডিওতে জাহাঙ্গীরের ছবি দেখা যায়নি। শুধু কথা শোনা যায়। সেখানে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, ‘আমাদের বঙ্গবন্ধু ৩০ লাখ (মুক্তিযোদ্ধা) মারাইছে। ৬৪ জেলায় ৪৫ হাজার করে মরেছে প্রতি জেলায়। তাঁর স্বার্থ উদ্ধার করে নিয়েছে।’
জাহাঙ্গীর বলেন, ‘ভাওয়ালের রাজার ৩৫ হাজার একর সম্পত্তি ছিল। আমি রাসেল সাহেবকে এ কারণেই ফেলছি। আমি চাইছি সে ভুল করুক। পলিসি ডায়ালগে সে ভুল করুক। আজমত উল্লাহ আমাকে মারার জন্য লোক ভাড়া করেছে। এখন সে আমার কর্মী হয়েছে।’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমি বিএনপি, জামায়াত সবার সঙ্গেই চলি। ঘণ্টা তিনেক আগেও বাবুনগরী ৪৭ মিনিট কথা বলেছেন। সে আসতে চায়। আমার এখানে সাড়ে ৩০০ বিঘা জমি আছে। নির্বাচনের সময় ১০ হাজার কোটি টাকা আনছি।’
এই ভিডিওর ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি জাতির পিতার নামে অসম্মানজনক কোনো মন্তব্য করিনি। একটি মহল আমার জনপ্রিয়তায়, এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর সহানুভূতি পাওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি দেশের বাইরে থাকায় একটি মহল আমার বিভিন্ন সময়ের আলাদা আলাদা বক্তব্য বা কথাকে একসঙ্গে যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি বলেন, ‘যারা মিথ্যা প্রচার চালাচ্ছে, আমি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য ও সম্পাদকমণ্ডলীর পাঁচ সদস্যের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বিষয়টি শোনেননি বা দেখেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘ইউটিউবের কথা আমি বিশ্বাস করি না। আজকাল এসব মাধ্যমে খণ্ড খণ্ড একত্রিত করে চটকদার বক্তব্য বানিয়ে অনেক ক্ষেত্রে প্রকাশ করা হয় এখানে। এটার ওপর ভিত্তি করে কোনো কথা বলা যায় না।’ তবে ওই নেতা বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা আমি দেখব। যদি বলা হয়ে থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যে অডিওটি গতকাল (মঙ্গলবার) থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা যদি এডিটিং করা হয়ে থাকে এটা আপনাকেই প্রমাণ করতে হবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে নৈতিকভাবে আপনার অবস্থান কি হওয়া উচিত তা আপনিই ভালো জানেন!
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, ‘তাঁর (মেয়র) বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। সে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিজনক কটূক্তি করেছে। এটা নিয়ে মহানগর আওয়ামী লীগ বৈঠকে বসছে। আমরা তাঁর কাছে ব্যাখ্যা চাইব।’ তিনি বলেন, ‘সে (জাহাঙ্গীর আলম) সবার বিরুদ্ধে বলে। সেটা আমরা গায়ে মাখি না। কিন্তু বঙ্গবন্ধু, রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে যেভাবে কথা বলেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের দল, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানাচ্ছে।’
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিষয়টি আমি দেখব। যদি সেটা বলে থাকে তা অবান্তর ও বাজে কথা। জাতির পিতাকে নিয়ে বাজে কথা বলার অধিকার কারও নাই।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও মেয়র দাবি করেছেন, তাঁর আলাদা আলাদা বক্তব্যকে একসঙ্গে জুড়ে দিয়ে অপপ্রচার করা হচ্ছে।
মেয়রের বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সভায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে মেয়র জাহাঙ্গীরের একটি ভিডিও বক্তব্য পোস্ট করা হয়। ৪ মিনিট ৪ সেকেন্ডের এ ভিডিওর শুরুতে দেখা যায় তিনি চেয়ারে বসে কথা বলছেন। পাশ থেকে তা গোপনে ধারণ করা হয়েছে। কয়েক সেকেন্ড পরে ভিডিওতে জাহাঙ্গীরের ছবি দেখা যায়নি। শুধু কথা শোনা যায়। সেখানে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, ‘আমাদের বঙ্গবন্ধু ৩০ লাখ (মুক্তিযোদ্ধা) মারাইছে। ৬৪ জেলায় ৪৫ হাজার করে মরেছে প্রতি জেলায়। তাঁর স্বার্থ উদ্ধার করে নিয়েছে।’
জাহাঙ্গীর বলেন, ‘ভাওয়ালের রাজার ৩৫ হাজার একর সম্পত্তি ছিল। আমি রাসেল সাহেবকে এ কারণেই ফেলছি। আমি চাইছি সে ভুল করুক। পলিসি ডায়ালগে সে ভুল করুক। আজমত উল্লাহ আমাকে মারার জন্য লোক ভাড়া করেছে। এখন সে আমার কর্মী হয়েছে।’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমি বিএনপি, জামায়াত সবার সঙ্গেই চলি। ঘণ্টা তিনেক আগেও বাবুনগরী ৪৭ মিনিট কথা বলেছেন। সে আসতে চায়। আমার এখানে সাড়ে ৩০০ বিঘা জমি আছে। নির্বাচনের সময় ১০ হাজার কোটি টাকা আনছি।’
এই ভিডিওর ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি জাতির পিতার নামে অসম্মানজনক কোনো মন্তব্য করিনি। একটি মহল আমার জনপ্রিয়তায়, এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর সহানুভূতি পাওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি দেশের বাইরে থাকায় একটি মহল আমার বিভিন্ন সময়ের আলাদা আলাদা বক্তব্য বা কথাকে একসঙ্গে যুক্ত করে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি বলেন, ‘যারা মিথ্যা প্রচার চালাচ্ছে, আমি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য ও সম্পাদকমণ্ডলীর পাঁচ সদস্যের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বিষয়টি শোনেননি বা দেখেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘ইউটিউবের কথা আমি বিশ্বাস করি না। আজকাল এসব মাধ্যমে খণ্ড খণ্ড একত্রিত করে চটকদার বক্তব্য বানিয়ে অনেক ক্ষেত্রে প্রকাশ করা হয় এখানে। এটার ওপর ভিত্তি করে কোনো কথা বলা যায় না।’ তবে ওই নেতা বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা আমি দেখব। যদি বলা হয়ে থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যে অডিওটি গতকাল (মঙ্গলবার) থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা যদি এডিটিং করা হয়ে থাকে এটা আপনাকেই প্রমাণ করতে হবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে নৈতিকভাবে আপনার অবস্থান কি হওয়া উচিত তা আপনিই ভালো জানেন!
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, ‘তাঁর (মেয়র) বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। সে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিজনক কটূক্তি করেছে। এটা নিয়ে মহানগর আওয়ামী লীগ বৈঠকে বসছে। আমরা তাঁর কাছে ব্যাখ্যা চাইব।’ তিনি বলেন, ‘সে (জাহাঙ্গীর আলম) সবার বিরুদ্ধে বলে। সেটা আমরা গায়ে মাখি না। কিন্তু বঙ্গবন্ধু, রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে যেভাবে কথা বলেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের দল, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানাচ্ছে।’
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিষয়টি আমি দেখব। যদি সেটা বলে থাকে তা অবান্তর ও বাজে কথা। জাতির পিতাকে নিয়ে বাজে কথা বলার অধিকার কারও নাই।’
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
৩ ঘণ্টা আগে