হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী গুড় উৎপাদনে জড়িত গাছিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
‘শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ’ এই প্রতিপাদ্যে শুক্রবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে মিজান খন্দকার গাছির বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে সভায় হাজারী গুড় তৈরির গাছিরা জানান, দিনে দিনে খেজুরগাছ বিলুপ্ত হওয়ায় খেজুরগাছ রোপণসহ সুদমুক্ত ঋণ চাই।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, খেজুরগাছ বৃদ্ধিতে এ্ররই মধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলায় ৫ লাখ খেজুরগাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যেন এই খেজুরগাছ রোপণ করা হয়, তারও প্রক্রিয়া করা যেতে পারে। বর্তমান যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নিতে হবে। প্রয়োজনে কৃষি অফিস থেকে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উপজেলা পর্যায়ে সরকারের কৃষিঋণের ব্যবস্থা আছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষক যেন সঠিকভাবে ঋণ পান, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লাবনী আক্তার, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী গুড় উৎপাদনে জড়িত গাছিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
‘শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ’ এই প্রতিপাদ্যে শুক্রবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে মিজান খন্দকার গাছির বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে সভায় হাজারী গুড় তৈরির গাছিরা জানান, দিনে দিনে খেজুরগাছ বিলুপ্ত হওয়ায় খেজুরগাছ রোপণসহ সুদমুক্ত ঋণ চাই।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, খেজুরগাছ বৃদ্ধিতে এ্ররই মধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলায় ৫ লাখ খেজুরগাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যেন এই খেজুরগাছ রোপণ করা হয়, তারও প্রক্রিয়া করা যেতে পারে। বর্তমান যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নিতে হবে। প্রয়োজনে কৃষি অফিস থেকে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উপজেলা পর্যায়ে সরকারের কৃষিঋণের ব্যবস্থা আছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষক যেন সঠিকভাবে ঋণ পান, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লাবনী আক্তার, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১৬ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
১৬ মিনিট আগেবাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে