শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক কবরস্থানে ১১টি কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে চোরেরা। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কবরগুলো খোঁড়া দেখতে পায়। এদিকে এভাবে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘আব্দুল খালেক, আফাজ উদ্দিন, বাসিন্দা লিটন মিয়ার স্ত্রী বেবী আক্তার ও আব্দুল করিম কয়েক বছর আগে মারা যান। তাঁদের পারিবারিক এই কবরস্থানে দাফন করা হয়। আজ সকালে কবরস্থানে পাশের বাড়ির এক নারী মাঠে ছাগল চড়াতে গেলে কবরগুলো খোঁড়া দেখতে পান। এরপর আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে।’
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, ‘এভাবে কবরস্থান থেকে কঙ্কাল চুরির কারণে আমাদের এলাকার মানুষ আতঙ্কিত। প্রশাসনের উচিত দ্রুত কঙ্কাল চুরি বন্ধ করা। গত এক মাসে উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে ধারাবাহিকভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোমেনুল কাদের বলেন, মৃত আব্দুল খালেকদের পারিবারিক কবরস্থান থেকে ১১টি কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কঙ্কাল চুরি বন্ধ করার জন্য পুলিশের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে এক কবরস্থানে ১১টি কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে চোরেরা। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কবরগুলো খোঁড়া দেখতে পায়। এদিকে এভাবে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘আব্দুল খালেক, আফাজ উদ্দিন, বাসিন্দা লিটন মিয়ার স্ত্রী বেবী আক্তার ও আব্দুল করিম কয়েক বছর আগে মারা যান। তাঁদের পারিবারিক এই কবরস্থানে দাফন করা হয়। আজ সকালে কবরস্থানে পাশের বাড়ির এক নারী মাঠে ছাগল চড়াতে গেলে কবরগুলো খোঁড়া দেখতে পান। এরপর আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে।’
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, ‘এভাবে কবরস্থান থেকে কঙ্কাল চুরির কারণে আমাদের এলাকার মানুষ আতঙ্কিত। প্রশাসনের উচিত দ্রুত কঙ্কাল চুরি বন্ধ করা। গত এক মাসে উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে ধারাবাহিকভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোমেনুল কাদের বলেন, মৃত আব্দুল খালেকদের পারিবারিক কবরস্থান থেকে ১১টি কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কঙ্কাল চুরি বন্ধ করার জন্য পুলিশের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩৯ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪১ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৪২ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৪৪ মিনিট আগে