ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনি বিশ্বাস (২৬)। চাঁদাবাজির প্রতিবাদ করায় তাঁকে এমন হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন তাঁরা। বেলা ২টায় সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাতে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জনি বিশ্বাস অভিযোগগুলো তুলে ধরেন। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সাগর আহমেদ, মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জনি বিশ্বাস উল্লেখ করেন, মোজাম্মেল হোসেন মিঠু গত বৃহস্পতিবার রাতে শহরের আলীপুরের বাদামতলী সড়কের ভাড়াটিয়া বাসিন্দা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুন অর রশিদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে মীমাংসার মাধ্যমে দেড় লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে জনি বিশ্বাস প্রতিবাদ জানান। এর জেরে তাঁকে মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন জেলা স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
জনি বিশ্বাস বলেন, ‘ফরিদপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির গুঞ্জন শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আমি গতকাল রাতে প্রমাণসহ একটি খবর পাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠুর বিরুদ্ধে। এ বিষয়ে ফোনে মিঠু ভাইয়ের কাছে জানতে চাই, তিনি আলীপুরে যে চাঁদা দাবি করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। তিনি কেন চাঁদা চেয়েছেন। তখন তিনি বলেন, আমি যেন সকালে তাঁর সঙ্গে দেখা করি। আধা ঘণ্টা পর ফোন দিয়ে তিনি আমাকে হুমকি-ধমকি দেন এবং গালাগাল করেন। তিনি আমাদের দেখে নেওয়ার হুমকি দেন।’
চাঁদা চাওয়ার প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের সরবরাহ করেন উপস্থিত শিক্ষার্থীরা। ওই ভিডিওতে মামুন অর রশিদ ওই নেতার বিরুদ্ধে চাঁদা চাওয়ার বিষয়টি তুলে ধরেন। ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমে আমাকে অচেনা নম্বরে কল দিয়ে লিটন নামের এক ব্যক্তি দেখা করতে বলে। এরপর মিঠু নিজেই ফোন দিয়ে আমার বাসার নিচে নামতে বলে। আমি ওপর থেকে দেখি অনেক লোক নিয়ে বাসার নিচে জড়ো হয়েছে। তারা কেউ ছাত্র ছিল না, সকলেই রাজনৈতিক দলের।’
এদিকে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোজাম্মেল হোসেন মিঠু। এ সময় মামুন অর রশিদ নামের ওই ব্যক্তি তাঁর সঙ্গে ছিল। সংবাদ সম্মেলনে মিঠু সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার প্রতিপক্ষ ওই সমন্বয়ককে দিয়ে আমাকে ফোন করিয়েছেন। এলাকার একটি পারিবারিক বিষয়ে মামুন অর রশিদের সঙ্গে কথা হয়েছিল। পরবর্তী সময়ে তা স্থানীয়ভাবে সমাধান হয়। এরপরই আমার প্রতিপক্ষ জোর করে মামুন অর রশিদের ভিডিও স্টেটমেন্ট নিয়েছে। যেটি উনিই আপনাদের বলবে।’
এ সময় মামুন অর রশিদ ‘নার্ভাস’ আছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আমি কোনো দিন এমন ঘটনার সম্মুখীন হইনি। সেদিন আমি নার্ভাস বোধ করে ভিডিওটিতে কথা বলেছিলাম এবং আতঙ্কিত হয়েই ভিডিওতে অনেক কথা বলেছিলাম। টাকা চাওয়ার বিষয়টি আতঙ্কেই বলেছিলাম।’
মামুন অর রশিদ আরও বলেন, ‘ওই ভিডিওতে কথা বলার আগে রাতে তারা (মোজাম্মেল হোসেন মিঠু ও তাঁর লোকজন) এমনেই একটা বিষয়ে কথা বলার জন্য আমার বাসার নিচে এসেছিলেন। সে সময় বিভিন্ন কথাবার্তাও হয়। যা হোক, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এরপর গতকাল স্থানীয় কাউন্সিলরকে নিয়ে বসে সমাধান হয়েছে।’
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনি বিশ্বাস (২৬)। চাঁদাবাজির প্রতিবাদ করায় তাঁকে এমন হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন তাঁরা। বেলা ২টায় সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাতে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জনি বিশ্বাস অভিযোগগুলো তুলে ধরেন। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সাগর আহমেদ, মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জনি বিশ্বাস উল্লেখ করেন, মোজাম্মেল হোসেন মিঠু গত বৃহস্পতিবার রাতে শহরের আলীপুরের বাদামতলী সড়কের ভাড়াটিয়া বাসিন্দা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুন অর রশিদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে মীমাংসার মাধ্যমে দেড় লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে জনি বিশ্বাস প্রতিবাদ জানান। এর জেরে তাঁকে মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন জেলা স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
জনি বিশ্বাস বলেন, ‘ফরিদপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির গুঞ্জন শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আমি গতকাল রাতে প্রমাণসহ একটি খবর পাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠুর বিরুদ্ধে। এ বিষয়ে ফোনে মিঠু ভাইয়ের কাছে জানতে চাই, তিনি আলীপুরে যে চাঁদা দাবি করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। তিনি কেন চাঁদা চেয়েছেন। তখন তিনি বলেন, আমি যেন সকালে তাঁর সঙ্গে দেখা করি। আধা ঘণ্টা পর ফোন দিয়ে তিনি আমাকে হুমকি-ধমকি দেন এবং গালাগাল করেন। তিনি আমাদের দেখে নেওয়ার হুমকি দেন।’
চাঁদা চাওয়ার প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের সরবরাহ করেন উপস্থিত শিক্ষার্থীরা। ওই ভিডিওতে মামুন অর রশিদ ওই নেতার বিরুদ্ধে চাঁদা চাওয়ার বিষয়টি তুলে ধরেন। ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমে আমাকে অচেনা নম্বরে কল দিয়ে লিটন নামের এক ব্যক্তি দেখা করতে বলে। এরপর মিঠু নিজেই ফোন দিয়ে আমার বাসার নিচে নামতে বলে। আমি ওপর থেকে দেখি অনেক লোক নিয়ে বাসার নিচে জড়ো হয়েছে। তারা কেউ ছাত্র ছিল না, সকলেই রাজনৈতিক দলের।’
এদিকে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোজাম্মেল হোসেন মিঠু। এ সময় মামুন অর রশিদ নামের ওই ব্যক্তি তাঁর সঙ্গে ছিল। সংবাদ সম্মেলনে মিঠু সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার প্রতিপক্ষ ওই সমন্বয়ককে দিয়ে আমাকে ফোন করিয়েছেন। এলাকার একটি পারিবারিক বিষয়ে মামুন অর রশিদের সঙ্গে কথা হয়েছিল। পরবর্তী সময়ে তা স্থানীয়ভাবে সমাধান হয়। এরপরই আমার প্রতিপক্ষ জোর করে মামুন অর রশিদের ভিডিও স্টেটমেন্ট নিয়েছে। যেটি উনিই আপনাদের বলবে।’
এ সময় মামুন অর রশিদ ‘নার্ভাস’ আছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আমি কোনো দিন এমন ঘটনার সম্মুখীন হইনি। সেদিন আমি নার্ভাস বোধ করে ভিডিওটিতে কথা বলেছিলাম এবং আতঙ্কিত হয়েই ভিডিওতে অনেক কথা বলেছিলাম। টাকা চাওয়ার বিষয়টি আতঙ্কেই বলেছিলাম।’
মামুন অর রশিদ আরও বলেন, ‘ওই ভিডিওতে কথা বলার আগে রাতে তারা (মোজাম্মেল হোসেন মিঠু ও তাঁর লোকজন) এমনেই একটা বিষয়ে কথা বলার জন্য আমার বাসার নিচে এসেছিলেন। সে সময় বিভিন্ন কথাবার্তাও হয়। যা হোক, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এরপর গতকাল স্থানীয় কাউন্সিলরকে নিয়ে বসে সমাধান হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৮ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৯ মিনিট আগে