শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানে মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৯ জন ইউপি সদস্য এ অভিযোগ এনে দ্বিতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরমী ইউনিয়ন পরিষদের ৯ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার বরাবর অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা ইউপি সদস্যরা হলেন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম, ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ শেখ মোক্তার, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. রতন মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাজমুল আকন্দ রনি, ৬ নম্বর ওয়ার্ড সদস্য সুমন আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাদিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ খন্দকার ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম।
৬ নম্বর সুমন আহমেদ বলেন, তোফাজ্জল হোসেন একক আধিপত্য বিস্তারে প্রভাব খাঁটিয়ে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ করে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত চেয়ারম্যানকে স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার করে। এরপর পুনরায় আদালতের মাধ্যমে তিনি পরিষদে বসে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। এ সব বিষয়ে আমরা ইউপি সদস্যেরা প্রতিবাদ করলেও কোনো ধরনের কাজ হয়নি। এ জন্য ৯ ইউপি সদস্য চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাব দিয়েছি।
৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম বলেন, ‘আগে ৭ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলাম। এবার ইউনিয়ন পরিষদের বাকি দুজন সদস্য যুক্ত হয়ে মোট ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছি। একজন সাধারণ সদস্য হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন।’
ইউএনও শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, ‘বরমী ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানে মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৯ জন ইউপি সদস্য এ অভিযোগ এনে দ্বিতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরমী ইউনিয়ন পরিষদের ৯ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার বরাবর অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা ইউপি সদস্যরা হলেন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম, ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ শেখ মোক্তার, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. রতন মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাজমুল আকন্দ রনি, ৬ নম্বর ওয়ার্ড সদস্য সুমন আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাদিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ খন্দকার ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম।
৬ নম্বর সুমন আহমেদ বলেন, তোফাজ্জল হোসেন একক আধিপত্য বিস্তারে প্রভাব খাঁটিয়ে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ করে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত চেয়ারম্যানকে স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার করে। এরপর পুনরায় আদালতের মাধ্যমে তিনি পরিষদে বসে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। এ সব বিষয়ে আমরা ইউপি সদস্যেরা প্রতিবাদ করলেও কোনো ধরনের কাজ হয়নি। এ জন্য ৯ ইউপি সদস্য চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাব দিয়েছি।
৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম বলেন, ‘আগে ৭ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলাম। এবার ইউনিয়ন পরিষদের বাকি দুজন সদস্য যুক্ত হয়ে মোট ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছি। একজন সাধারণ সদস্য হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন।’
ইউএনও শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, ‘বরমী ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
সিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ few সেকেন্ড আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে
১৫ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
২৪ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে