নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর আটকা পড়া অক্ষত পণ্যভর্তি কন্টেইনার ছাড় করছেন আমদানি-রপ্তানিকারকেরা। ডিপোতে প্রায় ১২ শ একক পণ্যভর্তি কন্টেইনার আছে; যেগুলো ডিপোর কার্যক্রম বন্ধ থাকায় গত ৪ জুন থেকে আটকা পড়ে। এখন আমদানি-রপ্তানিকারকেরা নিজেদের উদ্যোগেই কাস্টমসের অনুমতি নিয়ে সেগুলো ছাড় করে নিচ্ছেন।
জানতে চাইলে বিএম কন্টেইনার ডিপোতে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা আজকের পত্রিকাকে বলেন, ডিপো চালুর অনুমতি দেয়নি কাস্টমস। তবে ডিপোতে আটকে থাকা পণ্যভর্তি অক্ষত কন্টেইনার ছাড়িয়ে নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়ের অনুমতি দিচ্ছে। নতুন করে কোনো কন্টেইনার ডিপোতে নেওয়ার সুযোগ নেই। গত তিন দিনে ৪০ থেকে ৫০টি চালান ছাড় দেওয়া হয়েছে। এতে ১০০ থেকে ১৫০টি অক্ষত কন্টেইনার সরিয়ে নেওয়া হচ্ছে।
বিএম কন্টেইনার ডিপোর ম্যানেজার (অপারেশন) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিপো চালুর অনুমতির আবেদন করিনি। এখন ডিপোতে আটকে থাকা কন্টেইনার মালিকেরাই কাস্টমসের তাদের পণ্য ছাড়ের আবেদন করেছেন। এই ধরনের ৫০টি আবেদন জমা পড়েছে কাস্টমসে। কাস্টমস যাচাই করে সেগুলো অনুমোদন দিচ্ছে। মূলত ডিপো কাস্টমস ও আমদানিকারক বা রপ্তানিকারকের প্রতিনিধির উপস্থিতিতেই স্কোটিং করে আলাদা করা হচ্ছে। এখনো যে পণ্যগুলো খুব ভালো রয়েছে, তা রপ্তানির জন্য আজ রাত (বুধবার) থেকে জাহাজীকরণ করা হবে। যেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার কারখানায় মেরামত করে রপ্তানি করা হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর আটকা পড়া অক্ষত পণ্যভর্তি কন্টেইনার ছাড় করছেন আমদানি-রপ্তানিকারকেরা। ডিপোতে প্রায় ১২ শ একক পণ্যভর্তি কন্টেইনার আছে; যেগুলো ডিপোর কার্যক্রম বন্ধ থাকায় গত ৪ জুন থেকে আটকা পড়ে। এখন আমদানি-রপ্তানিকারকেরা নিজেদের উদ্যোগেই কাস্টমসের অনুমতি নিয়ে সেগুলো ছাড় করে নিচ্ছেন।
জানতে চাইলে বিএম কন্টেইনার ডিপোতে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা আজকের পত্রিকাকে বলেন, ডিপো চালুর অনুমতি দেয়নি কাস্টমস। তবে ডিপোতে আটকে থাকা পণ্যভর্তি অক্ষত কন্টেইনার ছাড়িয়ে নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়ের অনুমতি দিচ্ছে। নতুন করে কোনো কন্টেইনার ডিপোতে নেওয়ার সুযোগ নেই। গত তিন দিনে ৪০ থেকে ৫০টি চালান ছাড় দেওয়া হয়েছে। এতে ১০০ থেকে ১৫০টি অক্ষত কন্টেইনার সরিয়ে নেওয়া হচ্ছে।
বিএম কন্টেইনার ডিপোর ম্যানেজার (অপারেশন) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডিপো চালুর অনুমতির আবেদন করিনি। এখন ডিপোতে আটকে থাকা কন্টেইনার মালিকেরাই কাস্টমসের তাদের পণ্য ছাড়ের আবেদন করেছেন। এই ধরনের ৫০টি আবেদন জমা পড়েছে কাস্টমসে। কাস্টমস যাচাই করে সেগুলো অনুমোদন দিচ্ছে। মূলত ডিপো কাস্টমস ও আমদানিকারক বা রপ্তানিকারকের প্রতিনিধির উপস্থিতিতেই স্কোটিং করে আলাদা করা হচ্ছে। এখনো যে পণ্যগুলো খুব ভালো রয়েছে, তা রপ্তানির জন্য আজ রাত (বুধবার) থেকে জাহাজীকরণ করা হবে। যেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার কারখানায় মেরামত করে রপ্তানি করা হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৫ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩১ মিনিট আগে