নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তালা লাগিয়ে ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিজয় দিবসে সর্বসাধারণের পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সেটি উম্মুক্ত করে দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনারটি বসুরহাট পৌর ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত।
গতকাল বুধবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র কাদের মির্জার দেওয়া একটি ফটকের তালা অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে উম্মুক্ত করে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারটি উম্মুক্ত করে দেওয়ার পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দপ্তর, অধিদপ্তর, উপজেলা পরিষদ, বসুরহাট পৌরসভা, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এদিকে বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠান থেকে স্কাউট টীম, বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র আবদুল কাদের মির্জা তালা লাগিয়ে দিয়ে ছিলেন। বার বার চেষ্টার পরও মেয়র তালাগুলোর চাবি দেননি। পরে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার উম্মুক্ত করা হয়। রাতেই পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সাজিয়ে-গুছিয়ে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাষ্ট্রীয় কর্মসূচী চলাকালিন ওই স্থান থেকে কে বা কারা স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তালা লাগিয়ে ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিজয় দিবসে সর্বসাধারণের পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সেটি উম্মুক্ত করে দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনারটি বসুরহাট পৌর ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত।
গতকাল বুধবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র কাদের মির্জার দেওয়া একটি ফটকের তালা অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে উম্মুক্ত করে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারটি উম্মুক্ত করে দেওয়ার পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দপ্তর, অধিদপ্তর, উপজেলা পরিষদ, বসুরহাট পৌরসভা, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এদিকে বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠান থেকে স্কাউট টীম, বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র আবদুল কাদের মির্জা তালা লাগিয়ে দিয়ে ছিলেন। বার বার চেষ্টার পরও মেয়র তালাগুলোর চাবি দেননি। পরে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার উম্মুক্ত করা হয়। রাতেই পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সাজিয়ে-গুছিয়ে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাষ্ট্রীয় কর্মসূচী চলাকালিন ওই স্থান থেকে কে বা কারা স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৭ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪৩ মিনিট আগে