নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়িবহরে হামলা ও গুলির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাঈনুদ্দিন মনির, সাদমান বিন আসাদ, নাফিজ ইমরান, মাহমুদুল হাসান ও লিটন বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘হামলার ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আরও কারা এ ঘটনায় জড়িত ছিল, সেটা আমরা তদন্ত করে দেখছি। তাদেরও আইনের আওতায় আনা হবে।’
হামলার ঘটনায় থানায় সামশুল হক চৌধুরীর পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে দুই দফা রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। তাতে সামশুলের ভাই-বোনসহ অন্তত ২৫ জন আহত হন বলে তাঁদের দাবি। এ ছাড়া এ সময় প্রার্থীর গাড়িসহ নির্বাচনী প্রচারে যুক্ত অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।
হামলার পর রাতে গুলিবিদ্ধ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মনির হোসেনকে (৪৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া প্রার্থীর বোন সুলতানা ইয়াসমিন রেখা (৪২), রাসেল (৩৩) ও কাসেমকেও (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক রাতে আহতদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সামশুলের অনুসারীরা এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেন।
সামশুল হক চৌধুরী ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার সংসদ নির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নবঞ্চিত সামশুল নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে লড়ছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়িবহরে হামলা ও গুলির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাঈনুদ্দিন মনির, সাদমান বিন আসাদ, নাফিজ ইমরান, মাহমুদুল হাসান ও লিটন বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘হামলার ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আরও কারা এ ঘটনায় জড়িত ছিল, সেটা আমরা তদন্ত করে দেখছি। তাদেরও আইনের আওতায় আনা হবে।’
হামলার ঘটনায় থানায় সামশুল হক চৌধুরীর পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে দুই দফা রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। তাতে সামশুলের ভাই-বোনসহ অন্তত ২৫ জন আহত হন বলে তাঁদের দাবি। এ ছাড়া এ সময় প্রার্থীর গাড়িসহ নির্বাচনী প্রচারে যুক্ত অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।
হামলার পর রাতে গুলিবিদ্ধ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মনির হোসেনকে (৪৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া প্রার্থীর বোন সুলতানা ইয়াসমিন রেখা (৪২), রাসেল (৩৩) ও কাসেমকেও (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক রাতে আহতদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সামশুলের অনুসারীরা এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেন।
সামশুল হক চৌধুরী ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার সংসদ নির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নবঞ্চিত সামশুল নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে লড়ছেন।
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
৪ ঘণ্টা আগে