নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোটরবাইক পেট্রোলিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার মহানগরী ১৬টি থানায় শতাধিক মোটরসাইকেল দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করে সিএমপি কমিশনার হাসিব আজিজ।
জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে রাত ১০টা পর্যন্ত। নগরবাসীর সেবায় এই মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রম চলবে। ১৬ থানার মধ্যে গুরুত্ব অনুযায়ী মোটরবাইক দেওয়া হয়েছে। ১০০টি মোটরসাইকেল দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছে নতুন ৪০টি মোটরসাইকেল, আর ৬০টি সিএমপিতে আগে থেকেই ছিল।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘মোটরবাইক প্যাট্রোলিং পুলিশের কাজে আরও জনসম্পৃক্ততা বৃদ্ধির ক্ষতি বিরাট ভূমিকা রাখবে। মোটরবাইক প্যাট্রোলিং টিম আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধে থানা–পুলিশকে বিশেষ সহযোগিতা প্রদান করবে। মেট্রোপলিটন অডিনেন্সের অধীনে যেসব অপরাধ বর্ণিত হয়েছে, সেই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমনে ভূমিকা রাখবে। মোটরবাইক প্যাট্রোলিং টিমে স্পেশাল আর্ম ফোর্স ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এক মাস ধরে এই টিম কাজ করবে। এরপর আবার নতুন একটি টিম এসে কাজ শুরু করবে।’
তিনি বলেন, ‘মোটরসাইকেল নিয়ে প্রতিটি থানায় এক বা একাধিক টিম কাজ করবে। গাড়ি প্যাট্রোলিং থেকে বাইক প্যাট্রোলিং আর অর্থবহ হবে বলে আমি আশা করছি। গাড়িতে কিন্তু জনসম্পৃক্ততা এতটা হয় না, মোটরসাইকেলে থাকলে জনসম্পৃক্ততা অনেক ভালো হয়। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনসহ বিভিন্ন কাজে তারা হেল্প করবে। ৯৯৯ এ যে রিকোয়েস্ট আসে, সেগুলোতে এই মোটরবাইক প্যাট্রোলিং দিয়ে আরও দ্রুততর হবে বলে আমি আশা করি।’
সিএমপি কমিশনার বলেন, ‘মোটরবাইক প্যাট্রোলিং টিম থানাকে সহায়তা করবে। থানা–পুলিশও তাদের সহায়তা করবে। অনেক জায়গায় পুলিশের গাড়ি যেতে পারে না। এসব স্থানে এই মোটরসাইকেলগুলো গিয়ে সহায়তা করতে পারবে।
ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এগুলো আমাদের নজরে এসেছে। ছিনতাই দমনে পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ লাইন থেকেও পুলিশ পাঠানো হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম চলমান আছে।’
মোটরবাইক প্যাট্রোলিং টিম সদস্যদের উদ্দেশ্যে হাসিব আজিজ বলেন, ‘আপনারা নগরবাসীর কল্যাণে কাজ করবেন। আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ শুনতে চাই না।’
তিনি আরও বলেন, ‘সিএমপিতে পুলিশ কাজ করছে। অনেক বড় বড় ইভেন্ট হয়েছে, সবগুলোতে পুলিশ কাজ করছে। সিএমপি এলাকায় প্রয়োজন মতো ব্লক রেইড করা হবে। আমাদের এখনে কিন্তু প্রায়শই চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে থাকি। সব থানায় একযোগে আমাদের অভিযান অব্যাহত আছে।’
অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোটরবাইক পেট্রোলিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার মহানগরী ১৬টি থানায় শতাধিক মোটরসাইকেল দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করে সিএমপি কমিশনার হাসিব আজিজ।
জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে রাত ১০টা পর্যন্ত। নগরবাসীর সেবায় এই মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রম চলবে। ১৬ থানার মধ্যে গুরুত্ব অনুযায়ী মোটরবাইক দেওয়া হয়েছে। ১০০টি মোটরসাইকেল দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছে নতুন ৪০টি মোটরসাইকেল, আর ৬০টি সিএমপিতে আগে থেকেই ছিল।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘মোটরবাইক প্যাট্রোলিং পুলিশের কাজে আরও জনসম্পৃক্ততা বৃদ্ধির ক্ষতি বিরাট ভূমিকা রাখবে। মোটরবাইক প্যাট্রোলিং টিম আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধে থানা–পুলিশকে বিশেষ সহযোগিতা প্রদান করবে। মেট্রোপলিটন অডিনেন্সের অধীনে যেসব অপরাধ বর্ণিত হয়েছে, সেই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমনে ভূমিকা রাখবে। মোটরবাইক প্যাট্রোলিং টিমে স্পেশাল আর্ম ফোর্স ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এক মাস ধরে এই টিম কাজ করবে। এরপর আবার নতুন একটি টিম এসে কাজ শুরু করবে।’
তিনি বলেন, ‘মোটরসাইকেল নিয়ে প্রতিটি থানায় এক বা একাধিক টিম কাজ করবে। গাড়ি প্যাট্রোলিং থেকে বাইক প্যাট্রোলিং আর অর্থবহ হবে বলে আমি আশা করছি। গাড়িতে কিন্তু জনসম্পৃক্ততা এতটা হয় না, মোটরসাইকেলে থাকলে জনসম্পৃক্ততা অনেক ভালো হয়। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনসহ বিভিন্ন কাজে তারা হেল্প করবে। ৯৯৯ এ যে রিকোয়েস্ট আসে, সেগুলোতে এই মোটরবাইক প্যাট্রোলিং দিয়ে আরও দ্রুততর হবে বলে আমি আশা করি।’
সিএমপি কমিশনার বলেন, ‘মোটরবাইক প্যাট্রোলিং টিম থানাকে সহায়তা করবে। থানা–পুলিশও তাদের সহায়তা করবে। অনেক জায়গায় পুলিশের গাড়ি যেতে পারে না। এসব স্থানে এই মোটরসাইকেলগুলো গিয়ে সহায়তা করতে পারবে।
ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এগুলো আমাদের নজরে এসেছে। ছিনতাই দমনে পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ লাইন থেকেও পুলিশ পাঠানো হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম চলমান আছে।’
মোটরবাইক প্যাট্রোলিং টিম সদস্যদের উদ্দেশ্যে হাসিব আজিজ বলেন, ‘আপনারা নগরবাসীর কল্যাণে কাজ করবেন। আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ শুনতে চাই না।’
তিনি আরও বলেন, ‘সিএমপিতে পুলিশ কাজ করছে। অনেক বড় বড় ইভেন্ট হয়েছে, সবগুলোতে পুলিশ কাজ করছে। সিএমপি এলাকায় প্রয়োজন মতো ব্লক রেইড করা হবে। আমাদের এখনে কিন্তু প্রায়শই চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে থাকি। সব থানায় একযোগে আমাদের অভিযান অব্যাহত আছে।’
যশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
৪২ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে