প্রতিনিধি, রাঙামাটি
রাঙামাটির রাজবন বিহারে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ বৌদ্ধ প্যাগোডা (জাদি, চৈত্য)। এর নামকরণ করা হয়েছে রাজবন বিহার বিশ্ব শান্তি প্যাগোডা। নির্মাণকাজ শেষ হলে এ প্যাগোডাটি বৌদ্ধ বিশ্বে সুউচ্চ প্যাগোডার তালিকায় স্থান করে নেবে। এটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে দেড় শ কোটি টাকা। নির্মাণ সময়কাল ধরা হয়েছে ১২ বছর। সে হিসেবে এটির নির্মাণকাজ শেষ হবে ২০২৬ সালে। পুণ্যার্থীদের দানের টাকায় এটি নির্মিত হচ্ছে।
রাজবন বিহার কর্তৃপক্ষের তথ্যমতে প্যাগোডাটি হবে বাংলাদেশের সর্ববৃহৎ প্যাগোডা এবং বিশ্বে তৃতীয় সুউচ্চ প্যাগোডা। বাইরে থেকে প্যাগোডাটি কত তলা তা বোঝা যাবে না। ভেতরে প্রবেশ করলে বোঝা যাবে।
এ প্যাগোডায় নিচের তলায় থাকবে ৪টি বুদ্ধমূর্তি। এ মূর্তিগুলো হচ্ছে গৌতম বুদ্ধ, ককুসন্ধ, কোনাগমন, বুদ্ধ এবং কশ্যপ বুদ্ধের মূর্তি। এ তলাটি ভাবনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে এক সাথে বসে ২ হাজারের ওপরে মানুষ ভাবনা করতে পারবে। দ্বিতীয় তলায় বাইরে থাকবে ৫০ ফুট উচ্চতা একটি বুদ্ধমূর্তি। এ তলায় গৌতম বুদ্ধের ধাতু এবং বনভান্তরের মমি সংরক্ষিত থাকবে। প্যাগোডাটির কাজ সম্পন্ন হলে ভেতরের সজ্জার কিছু নতুনত্ব আসতে পারে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।
বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, রাজবন বিহারের অধ্যক্ষ প্রয়াত বনভান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে ২০১৪ সালে ৮ আগস্ট থেকে প্যাগোডা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
বনভান্তরের অন্যতম শিষ্য ভদন্ত বিমলানন্দ মহাস্থবির বলেন, এ প্যাগোডাটি নির্মাণ হলে শুধু রাঙামাটির নাম নয় পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্যাগোডাটি দেখতে আসবে। সম্পূর্ণ দানের টাকায় এ প্যাগোডাটি নির্মিত হচ্ছে। অনেকে প্রকৌশলীদের পরামর্শ নিয়ে নির্মাণ সামগ্রী কিনে দান করছেন। কেউ অর্থ দান করছেন।
রাজবন বিহার পরিচালনা কমিটির সদস্য বিজয়গিরি চাকমা বলেন, বিশাল এ কর্মকাণ্ডে লাখ লাখ মানুষ সম্পৃক্ত হয়েছেন। ফলে এ কাজটি সফলভাবে এগিয়ে যাচ্ছে। এর কাজ শেষ হলে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হবে।
প্যাগোডাটির নির্মাণকাজ তদারকি করে যাচ্ছেন তিন পার্বত্য জেলার বৌদ্ধ ধর্ম অনুসারী প্রকৌশলীরা। বিনিময়ে তারা কোন অর্থ নিচ্ছেন না।
প্রধান প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, গ্রাউন্ড ফ্লোরের উচ্চতা হবে ১৪ ফুট। এরপররে ফ্লোরের উচ্চতা ২৪ ফুট। সর্বশেষ প্রযুক্তির নির্মাণ সামগ্রী আর শতভাগ গুণগতমান সম্পন্ন কাঁচামাল ব্যবহার করা হচ্ছে এ প্যাগোডায়। আমাকে সহযোগিতা করছেন অন্যান্য বৌদ্ধ ধর্ম অনুসারী প্রকৌশলীরা।
প্যাগোডা নির্মাণের প্রধান শ্রমিক সাইফুল ইসলাম বলেন, শতাধিক শ্রমিক প্রকৌশলীদের তত্ত্বাবধানে দিনরাত কাজ করছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না।
বিমলানন্দ মহাস্থবির বলেন, বৌদ্ধ বিশ্বে সর্ববৃহৎ প্যাগোডার স্থানটি দখল করে আছে থাইল্যান্ডের নাক্রন পাথম প্যাগোডাটি। যার উচ্চতা ১২০ মিটার। এরপরের স্থানটি দখল করে আছে মিয়ানমারের শোয়েডাগন প্যাগোডাটি। যার উচ্চতা ১০৮ মিটার। এর পরেরটি নির্মাণ হচ্ছে বাংলাদেশের রাঙামাটিতে। যার দৈর্ঘ্য ৭০ মিটার, প্রস্থ ৭০ মিটার এবং উচ্চতা ১০৬ মিটার। বাংলাদেশের এত বড় বৌদ্ধ প্যাগোডা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি এটি হবে দেশের সর্বপ্রথম।
রাঙামাটির রাজবন বিহারে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ বৌদ্ধ প্যাগোডা (জাদি, চৈত্য)। এর নামকরণ করা হয়েছে রাজবন বিহার বিশ্ব শান্তি প্যাগোডা। নির্মাণকাজ শেষ হলে এ প্যাগোডাটি বৌদ্ধ বিশ্বে সুউচ্চ প্যাগোডার তালিকায় স্থান করে নেবে। এটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে দেড় শ কোটি টাকা। নির্মাণ সময়কাল ধরা হয়েছে ১২ বছর। সে হিসেবে এটির নির্মাণকাজ শেষ হবে ২০২৬ সালে। পুণ্যার্থীদের দানের টাকায় এটি নির্মিত হচ্ছে।
রাজবন বিহার কর্তৃপক্ষের তথ্যমতে প্যাগোডাটি হবে বাংলাদেশের সর্ববৃহৎ প্যাগোডা এবং বিশ্বে তৃতীয় সুউচ্চ প্যাগোডা। বাইরে থেকে প্যাগোডাটি কত তলা তা বোঝা যাবে না। ভেতরে প্রবেশ করলে বোঝা যাবে।
এ প্যাগোডায় নিচের তলায় থাকবে ৪টি বুদ্ধমূর্তি। এ মূর্তিগুলো হচ্ছে গৌতম বুদ্ধ, ককুসন্ধ, কোনাগমন, বুদ্ধ এবং কশ্যপ বুদ্ধের মূর্তি। এ তলাটি ভাবনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে এক সাথে বসে ২ হাজারের ওপরে মানুষ ভাবনা করতে পারবে। দ্বিতীয় তলায় বাইরে থাকবে ৫০ ফুট উচ্চতা একটি বুদ্ধমূর্তি। এ তলায় গৌতম বুদ্ধের ধাতু এবং বনভান্তরের মমি সংরক্ষিত থাকবে। প্যাগোডাটির কাজ সম্পন্ন হলে ভেতরের সজ্জার কিছু নতুনত্ব আসতে পারে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।
বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, রাজবন বিহারের অধ্যক্ষ প্রয়াত বনভান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে ২০১৪ সালে ৮ আগস্ট থেকে প্যাগোডা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
বনভান্তরের অন্যতম শিষ্য ভদন্ত বিমলানন্দ মহাস্থবির বলেন, এ প্যাগোডাটি নির্মাণ হলে শুধু রাঙামাটির নাম নয় পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্যাগোডাটি দেখতে আসবে। সম্পূর্ণ দানের টাকায় এ প্যাগোডাটি নির্মিত হচ্ছে। অনেকে প্রকৌশলীদের পরামর্শ নিয়ে নির্মাণ সামগ্রী কিনে দান করছেন। কেউ অর্থ দান করছেন।
রাজবন বিহার পরিচালনা কমিটির সদস্য বিজয়গিরি চাকমা বলেন, বিশাল এ কর্মকাণ্ডে লাখ লাখ মানুষ সম্পৃক্ত হয়েছেন। ফলে এ কাজটি সফলভাবে এগিয়ে যাচ্ছে। এর কাজ শেষ হলে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হবে।
প্যাগোডাটির নির্মাণকাজ তদারকি করে যাচ্ছেন তিন পার্বত্য জেলার বৌদ্ধ ধর্ম অনুসারী প্রকৌশলীরা। বিনিময়ে তারা কোন অর্থ নিচ্ছেন না।
প্রধান প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, গ্রাউন্ড ফ্লোরের উচ্চতা হবে ১৪ ফুট। এরপররে ফ্লোরের উচ্চতা ২৪ ফুট। সর্বশেষ প্রযুক্তির নির্মাণ সামগ্রী আর শতভাগ গুণগতমান সম্পন্ন কাঁচামাল ব্যবহার করা হচ্ছে এ প্যাগোডায়। আমাকে সহযোগিতা করছেন অন্যান্য বৌদ্ধ ধর্ম অনুসারী প্রকৌশলীরা।
প্যাগোডা নির্মাণের প্রধান শ্রমিক সাইফুল ইসলাম বলেন, শতাধিক শ্রমিক প্রকৌশলীদের তত্ত্বাবধানে দিনরাত কাজ করছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না।
বিমলানন্দ মহাস্থবির বলেন, বৌদ্ধ বিশ্বে সর্ববৃহৎ প্যাগোডার স্থানটি দখল করে আছে থাইল্যান্ডের নাক্রন পাথম প্যাগোডাটি। যার উচ্চতা ১২০ মিটার। এরপরের স্থানটি দখল করে আছে মিয়ানমারের শোয়েডাগন প্যাগোডাটি। যার উচ্চতা ১০৮ মিটার। এর পরেরটি নির্মাণ হচ্ছে বাংলাদেশের রাঙামাটিতে। যার দৈর্ঘ্য ৭০ মিটার, প্রস্থ ৭০ মিটার এবং উচ্চতা ১০৬ মিটার। বাংলাদেশের এত বড় বৌদ্ধ প্যাগোডা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি এটি হবে দেশের সর্বপ্রথম।
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
২৭ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
১ ঘণ্টা আগে