বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১৯: ৩৭

বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের খৈইয়াচড়া ঝরনায় ঘুরতে যাওয়ার সময় ট্রেনের ছাদ থেকে পড়ে মো. রবিউল ইসলাম রবি (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে ফেনীর কালিদহ রেলওয়ে এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন থেকে পড়ে মারা যান তিনি।

রবিউল কুমিল্লা জেলার কচুয়া এলাকার মো. দুলাল হোসেনের ছোট ছেলে। তিনি কুমিল্লার সুঁয়াগাজী এলাকায় একটি জাল ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শী ও বন্ধুদের সূত্রে জানা যায়, সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে আজ ভোরে কুমিল্লা থেকে ঢাকা–চট্টগ্রাম মেইল ট্রেনে ওঠেন পাঁচ বন্ধু। সকাল সাড়ে ৮টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছালে অন্যদের দেখাদেখি তাঁরাও ট্রেনের ছাদে ওঠেন। ট্রেন কালিদহ এলাকা অতিক্রম করার সময় রবিউল দাঁড়াতে গিয়ে গাছের ডালের ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রবিউলের বন্ধু ফাহিম বলেন, ‘আমরা পাঁচ বন্ধু চট্টগ্রামের সীতাকুণ্ডের খৈইয়াচড়া ঝরনা দেখার জন্য ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে মেইল ট্রেনে প্রথমে ফেনী যাই। ফেনী স্টেশনে অনেককে ট্রেনের ছাদে উঠতে দেখে আমরাও ছাদে উঠি। ট্রেন কালিদহ অতিক্রম করার সময় রবি উঠে দাঁড়ায়। আমরা তাকে বসতে বলার আগেই গাছের ঢালের সঙ্গে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। পরে ট্রেন সীতাকুণ্ড গিয়ে থামলে আমরা চার বন্ধু ফেনী জেনারেল হাসপাতালে ছুটে আসি। এসে শুনি বন্ধু আর দুনিয়ায় নেই!’

অপর বন্ধু রাফি বলেন, ‘আনন্দ করার জন্য পাঁচ বন্ধু বের হয়েছি। অসাবধানতার কারণে আমাদের আনন্দ এখন বিষাদে রূপ নিল! আমরা তার পরিবারকে কী বলে সান্ত্বনা দিব!’

বন্ধুদের সঙ্গে রবিউল ইসলাম রবিরবিউলকে হাসপাতালে নেওয়া সিএনজি অটোরিকশা চালক সেলিম মিয়া বলেন, ‘কালিদহ এলাকায় ভাড়া নিয়ে গিয়েছিলাম। যাত্রী নামিয়ে আসার সময় স্থানীয়রা একজন আহত ব্যক্তিকে উঠিয়ে দেয়। আমি তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে তার বন্ধুরা এলে তাদের বুঝিয়ে দিয়ে চলে আসি।’

রবিউলের ভগ্নিপতি ফোরকান হোসেন বাপ্পি বলেন,  ‘তিন ভাইবোনের মধ্যে রবিউল সবার ছোট। সে আমার সঙ্গে সুঁয়াগাজীর কমলাপুর গ্রামে জাল ফ্যাক্টরিতে কাজ করত। সকাল সাড়ে ১০টার দিকে ওর এক বন্ধু কল করে ওর মৃত্যুর বিষয়টি জানায়। খবর পেয়ে আমরা ফেনী হাসপাতালে ছুটে এসেছি।’

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মাথা, ঘাড় ও পায়ে কাটা ক্ষত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ার পর ওই তরুণকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত