চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকের বাড়িতে হামলা ও মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, গত ২৭ মে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বসতঘরের আসবাবপত্র ভাঙচুর, জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলায় মহিলা ও শিশু সদস্যসহ চারজন আহত হন।
তাঁরা বলেন, দুঃখজনক হলেও সত্য যে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেই আনোয়ারা থানায় দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারার মতো জামিন অযোগ্য গুরুতর অপরাধে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্যপ্রণোদিত ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছে।
প্রকৃতপক্ষে হামলার সময় চবি শিক্ষক মো. তারেক চৌধুরী চট্টগ্রাম শহরে অবস্থান করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।
বিবৃতিতে নেতারা শিক্ষক মো. তারেক চৌধুরীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার ও তাঁর বাড়িতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকের বাড়িতে হামলা ও মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, গত ২৭ মে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীর আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বসতঘরের আসবাবপত্র ভাঙচুর, জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলায় মহিলা ও শিশু সদস্যসহ চারজন আহত হন।
তাঁরা বলেন, দুঃখজনক হলেও সত্য যে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেই আনোয়ারা থানায় দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারার মতো জামিন অযোগ্য গুরুতর অপরাধে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্যপ্রণোদিত ও আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছে।
প্রকৃতপক্ষে হামলার সময় চবি শিক্ষক মো. তারেক চৌধুরী চট্টগ্রাম শহরে অবস্থান করেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।
বিবৃতিতে নেতারা শিক্ষক মো. তারেক চৌধুরীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার ও তাঁর বাড়িতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
বিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
২ ঘণ্টা আগে