ছাগলনাইয়ায় (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসা গলির বসর কোম্পানির বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার মিলি (২৫)। তিনি ওই এলাকার মৃত বসর কোম্পানির ছেলে সৌদি আরব প্রবাসী আবুল হোসেন রুবেলের স্ত্রী এবং একই এলাকার মজিবুল হক কোম্পানির মেয়ে।
পুলিশ ও স্বজনেরা জানায়, ২০১৭ সালে হালিমা আক্তার মিলির বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান নেই। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন আবুল হোসেন রুবেল। আজ বুধবার হাসপাতালে ভর্তি থাকা শাশুড়িকে দেখতে যান এই দম্পতি। পরে দুপুরে বাড়ি ফিরে ফের রুবেল হাসপাতালে যান। এদিকে মিলির মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন তাঁর মা-বাবা ও ভাই বোনেরা।
মিলিকে না পেয়ে তাঁর বাড়ি এসে কক্ষের দরজা বন্ধ পান। জানালা দিয়ে প্রতিবেশী ও স্বজনেরা দেখেন মিলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত মিলির বাবা বলেন, ‘আমার মেয়ে কিছুদিন যাবৎ অসুস্থ। শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন যাবৎ তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ওই বাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি হত্যা মামলা করব।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ঘরের দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসা গলির বসর কোম্পানির বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার মিলি (২৫)। তিনি ওই এলাকার মৃত বসর কোম্পানির ছেলে সৌদি আরব প্রবাসী আবুল হোসেন রুবেলের স্ত্রী এবং একই এলাকার মজিবুল হক কোম্পানির মেয়ে।
পুলিশ ও স্বজনেরা জানায়, ২০১৭ সালে হালিমা আক্তার মিলির বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান নেই। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন আবুল হোসেন রুবেল। আজ বুধবার হাসপাতালে ভর্তি থাকা শাশুড়িকে দেখতে যান এই দম্পতি। পরে দুপুরে বাড়ি ফিরে ফের রুবেল হাসপাতালে যান। এদিকে মিলির মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন তাঁর মা-বাবা ও ভাই বোনেরা।
মিলিকে না পেয়ে তাঁর বাড়ি এসে কক্ষের দরজা বন্ধ পান। জানালা দিয়ে প্রতিবেশী ও স্বজনেরা দেখেন মিলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত মিলির বাবা বলেন, ‘আমার মেয়ে কিছুদিন যাবৎ অসুস্থ। শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন যাবৎ তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ওই বাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি হত্যা মামলা করব।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ঘরের দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৩২ মিনিট আগে