চট্টগ্রামে যমুনা অয়েলের মো. ইয়াকুবকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ২১: ২১

চট্টগ্রামে যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ (বুধবার ২ অক্টোবর) সকালে যমুনা ভবনের সামনে এই মানববন্ধন হয়। একপর্যায়ে মানববন্ধনের ওপর হামলা ঘটনাও ঘটে। 

এতে বক্তব্য দেন শাকিল, মো. হানিফ, মো. শফি, পারভেজ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর চট্টগ্রামে যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদক মো. ইয়াকুব ১৬ বছর ধরে জিম্মি করে রেখেছেন। কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি, ক্যাজুয়াল ও কন্ট্রাক্টর ক্যাজুয়াল নিয়োগ, ফার্নেস অয়েল, বিটুমিনসহ বিভিন্ন খাতে এয়াকুব মাসোহারা নেওয়ার অভিযোগ তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

একপর্যায়ে ইয়াকুবের অনুসারীরা মানববন্ধনের ওপর হামলা চালায়। তবে এতে কেউ গুরুতর আহত হননি। 

গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের নানা অনিয়ম নিয়ে ‘আড়াই কোটির ফ্ল্যাটে থাকেন ‘কর্মচারী’ শ্রমিক লীগ নেতা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত