কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম বদনীর নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থী মরিয়ম বেগম।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রার্থী মরিয়ম বেগম কলসি প্রতীকের প্রার্থী পারভীন আকতারের সমর্থকদের দায়ী করে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে কলসি প্রতীকের স্লোগান নিয়ে এসে আমার গাড়িতে হামলা করে। গাড়ি ভাঙচুরসহ আমার ড্রাইভার মোহাম্মদ হারুনকে মারধর করে তারা। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমার সমর্থকেরা কলসি প্রতীকের প্রার্থী পারভীন হাবিরের এলাকায় পোস্টার লাগাতে গেলে তারা বাধা দেয়। এ ছাড়াও আমার লোকজনকে তারা প্রচারণায় ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এসব বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’
তবে জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আকতার বলেন, ‘গতকাল আমি শহরে ছিলাম। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই। তবে আমার এলাকায় যখন ঘটনা দোষটা আমার ওপর আসবে। সত্যি দুঃখজনক ঘটনা এটি। কোনো প্রার্থীই এরকম ঘটনা কখনো কাম্য করে না।’
আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় একটি অভিযোগ করেছেন প্রার্থী। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের আনোয়ারায় বল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম বদনীর নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থী মরিয়ম বেগম।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রার্থী মরিয়ম বেগম কলসি প্রতীকের প্রার্থী পারভীন আকতারের সমর্থকদের দায়ী করে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে কলসি প্রতীকের স্লোগান নিয়ে এসে আমার গাড়িতে হামলা করে। গাড়ি ভাঙচুরসহ আমার ড্রাইভার মোহাম্মদ হারুনকে মারধর করে তারা। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমার সমর্থকেরা কলসি প্রতীকের প্রার্থী পারভীন হাবিরের এলাকায় পোস্টার লাগাতে গেলে তারা বাধা দেয়। এ ছাড়াও আমার লোকজনকে তারা প্রচারণায় ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এসব বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’
তবে জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আকতার বলেন, ‘গতকাল আমি শহরে ছিলাম। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই। তবে আমার এলাকায় যখন ঘটনা দোষটা আমার ওপর আসবে। সত্যি দুঃখজনক ঘটনা এটি। কোনো প্রার্থীই এরকম ঘটনা কখনো কাম্য করে না।’
আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় একটি অভিযোগ করেছেন প্রার্থী। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৭ মিনিট আগে