রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়িতে সাংগ্রাইয়ের মঙ্গল শোভাযাত্রা দিয়ে নতুন বছরকে বরণ করে উৎসব উদ্যাপন মাধ্যমে পালন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় রোয়াংছড়ি উৎসব উদ্যাপন পরিষদ কমিটির উদ্যোগে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে রোয়াংছড়ি বাজার, রোয়াংছড়ি পাড়া হয়ে একই স্থানে সাংগ্রাইংয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে।
মাহাঃ সাংগ্রাইং পোয়ে ২০২২ উপলক্ষে রোয়াংছড়ি উদ্যাপন পরিষদের আহ্বায়ক মংখিসাই মারমা সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ক্যাসাইনু মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, মেম্বার অংশৈচিং, মংহাইনু মারমা।
এ সময়ে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামসহ নিজ নিজ পোশাক পরিধান করে দেড় শতাধিক মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
রোয়াংছড়ি উৎসব পরিষদ কমিটির সদস্যসচিব উমংনু মারমা বলেন ‘১৩৮৩-৪ সাক্করই কো ক্রোছোবারে, মাহা সাংগ্রাইং পোয়েঃ অংম্রাংবাজি’ স্লোগানে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা, সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আগামীকাল বৃহস্পতিবার বৌদ্ধ বিহারে বৌদ্ধ স্নান, রাতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ১৫ এপ্রিল (শুক্রবার) বয়োজ্যেষ্ঠ পূজা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ১৬ এপ্রিল (শনিবার) ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ এপ্রিল (রোববার) বিহারে ধর্ম দেশনা ও উৎসর্গ দিয়ে মারমাদের সাংগ্রাইং পোয়ে শেষ করবে।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ‘পয়লা বৈশাখ ও শুভ নববর্ষে প্রতিটি পাহাড়ের জনগোষ্ঠীরা নিজ নিজ উৎসব পালন করবে। বিজু, বৈষু, বৈসাবি, সাংগ্রাইংয়ের সকলকে শুভেচ্ছা জানাই।’
বান্দরবানের রোয়াংছড়িতে সাংগ্রাইয়ের মঙ্গল শোভাযাত্রা দিয়ে নতুন বছরকে বরণ করে উৎসব উদ্যাপন মাধ্যমে পালন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় রোয়াংছড়ি উৎসব উদ্যাপন পরিষদ কমিটির উদ্যোগে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে রোয়াংছড়ি বাজার, রোয়াংছড়ি পাড়া হয়ে একই স্থানে সাংগ্রাইংয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে।
মাহাঃ সাংগ্রাইং পোয়ে ২০২২ উপলক্ষে রোয়াংছড়ি উদ্যাপন পরিষদের আহ্বায়ক মংখিসাই মারমা সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ক্যাসাইনু মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, মেম্বার অংশৈচিং, মংহাইনু মারমা।
এ সময়ে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামসহ নিজ নিজ পোশাক পরিধান করে দেড় শতাধিক মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
রোয়াংছড়ি উৎসব পরিষদ কমিটির সদস্যসচিব উমংনু মারমা বলেন ‘১৩৮৩-৪ সাক্করই কো ক্রোছোবারে, মাহা সাংগ্রাইং পোয়েঃ অংম্রাংবাজি’ স্লোগানে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা, সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আগামীকাল বৃহস্পতিবার বৌদ্ধ বিহারে বৌদ্ধ স্নান, রাতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ১৫ এপ্রিল (শুক্রবার) বয়োজ্যেষ্ঠ পূজা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ১৬ এপ্রিল (শনিবার) ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ এপ্রিল (রোববার) বিহারে ধর্ম দেশনা ও উৎসর্গ দিয়ে মারমাদের সাংগ্রাইং পোয়ে শেষ করবে।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ‘পয়লা বৈশাখ ও শুভ নববর্ষে প্রতিটি পাহাড়ের জনগোষ্ঠীরা নিজ নিজ উৎসব পালন করবে। বিজু, বৈষু, বৈসাবি, সাংগ্রাইংয়ের সকলকে শুভেচ্ছা জানাই।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২০ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৬ মিনিট আগে