কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মোখার ফলে কক্সবাজারের কুতুবদিয়ায় হঠাৎ বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতি। আজ রোববার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১২টার পর থেকে উপজেলায় বৃষ্টি ও বাতাসের গতি বেড়েছে। উপজেলার ৯৩টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।
কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার জহিরুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টি ও বাতাস বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে। পরিবারের সব সদস্য আশ্রয়কেন্দ্রে চলে গেছে।
কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সত্তোরোর্ধ্ব শামশুল আলম বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টায় আশ্রয় নিয়েছি, এখনো শুকনো খাবার পাইনি।’
কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে হদম্মহ রাণী দাশ বলেন, ‘আলী আকবর ডেইল কুমিরাঘোনা থেকে গতকাল রাতে আশ্রয় নিয়েছি। বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করতেছে। তাড়াহুড়ো করে চলে এসেছি, খাবার নিয়ে আসতে পারিনি।’ তাদের খাবার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা আজকের পত্রিকাকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা আছে বলে জানান তিনি।
বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাবার না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, রাত ৩টার দিকে বেশ কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। তারা হয়তো পাইনি। তাদের কাছেও শুকনো খাবার পৌঁছে যাবে।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় মোখার ফলে কক্সবাজারের কুতুবদিয়ায় হঠাৎ বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতি। আজ রোববার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১২টার পর থেকে উপজেলায় বৃষ্টি ও বাতাসের গতি বেড়েছে। উপজেলার ৯৩টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।
কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার জহিরুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টি ও বাতাস বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে। পরিবারের সব সদস্য আশ্রয়কেন্দ্রে চলে গেছে।
কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সত্তোরোর্ধ্ব শামশুল আলম বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টায় আশ্রয় নিয়েছি, এখনো শুকনো খাবার পাইনি।’
কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে হদম্মহ রাণী দাশ বলেন, ‘আলী আকবর ডেইল কুমিরাঘোনা থেকে গতকাল রাতে আশ্রয় নিয়েছি। বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করতেছে। তাড়াহুড়ো করে চলে এসেছি, খাবার নিয়ে আসতে পারিনি।’ তাদের খাবার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা আজকের পত্রিকাকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা আছে বলে জানান তিনি।
বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাবার না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, রাত ৩টার দিকে বেশ কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। তারা হয়তো পাইনি। তাদের কাছেও শুকনো খাবার পৌঁছে যাবে।
আরও পড়ুন:
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৩ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
২৯ মিনিট আগে