লক্ষ্মীপুর প্রতিনিধি
সালিসকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে প্রতিপক্ষের হামলায় হতাহতের ঘটনায় ১৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। আজ বুধবার সকালে নিহত নুরনবী মাস্টারের ছেলে রিয়াজ উদ্দিন বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেজামুল হক, মো. শিপন উদ্দিন, সোহেল উদ্দিন ও নুরউদ্দিন। আজ ভোরে রামগতি উপজেলার চরমেহের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন। তিনি বলেন, ‘এ ঘটনার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।’
ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘এক গৃহবধূকে উত্ত্যক্তের ঘটনায় সালিস-বৈঠক করা নিয়ে যে হামলা হয়েছে, তা বড় অপরাধ। পাশাপাশি প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলার রামদয়াল বাজারের আবদুল মতিন মাস্টারের দোকানে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার ঘটনায় সালিস হয়। অভিযোগ উঠেছে, সালিসের সময় প্রতিপক্ষ আলাউদ্দিনের ছেলে শাহাদাত হোসেন ও মামুনসহ ১২-১৪ জনের একটি দল নুরনবী মাস্টারসহ তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মারা যান নুরনবী মাস্টার। আহত হন আরও পাঁচজন। নিহত নুরনবী আবদুল হাদি কলেজের অফিস সহকারী ছিলেন।
সালিসকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে প্রতিপক্ষের হামলায় হতাহতের ঘটনায় ১৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। আজ বুধবার সকালে নিহত নুরনবী মাস্টারের ছেলে রিয়াজ উদ্দিন বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেজামুল হক, মো. শিপন উদ্দিন, সোহেল উদ্দিন ও নুরউদ্দিন। আজ ভোরে রামগতি উপজেলার চরমেহের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন। তিনি বলেন, ‘এ ঘটনার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।’
ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘এক গৃহবধূকে উত্ত্যক্তের ঘটনায় সালিস-বৈঠক করা নিয়ে যে হামলা হয়েছে, তা বড় অপরাধ। পাশাপাশি প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলার রামদয়াল বাজারের আবদুল মতিন মাস্টারের দোকানে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার ঘটনায় সালিস হয়। অভিযোগ উঠেছে, সালিসের সময় প্রতিপক্ষ আলাউদ্দিনের ছেলে শাহাদাত হোসেন ও মামুনসহ ১২-১৪ জনের একটি দল নুরনবী মাস্টারসহ তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মারা যান নুরনবী মাস্টার। আহত হন আরও পাঁচজন। নিহত নুরনবী আবদুল হাদি কলেজের অফিস সহকারী ছিলেন।
আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৮ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেযশোর হর্টিকালচার সেন্টারে বিক্রির তালিকায় থাকা সব গাছ সেন্টারে নেই। উদ্যানে নিজস্বভাবে চারা উৎপাদনের জন্য ‘রিভলভিং’ ফান্ডের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া থাকলেও সেটি করা হচ্ছে না। চারা উৎপাদন না করে বাইরে থেকে কম দামে মানহীন চারা এনে উদ্যানে রেখে বিক্রি করা হচ্ছে। সেন্টারে একটি ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট
১ ঘণ্টা আগে