কক্সবাজারে আ.লীগ সমর্থক আইনজীবীর ওপর হামলা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ২২: ৫১

কক্সবাজার আদালত চত্বরে আবদুল খালেক চৌধুরী নামে আওয়ামী লীগ–সমর্থক এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার আদালত থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি।

আবদুল খালেক চৌধুরী জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদেও রয়েছেন।

আইনজীবী আবদুল খালেক চৌধুরী জানান, আদালত থেকে সকাল ১০টার দিকে তিনি শহরের বাসায় ফিরছিলেন। এ সময় মহেশখালীর মৌলভীকাটা এলাকার বাসিন্দা ও আইনজীবী নুরুল ইসলাম তাঁর পথরোধ করেন। এরপর তাঁর সঙ্গে থাকা হত্যা মামলার আসামি নুরুল হক, সিরাজুল ইসলামসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন। পরে আইনজীবীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতি বরাবর অভিযোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, হামলায় জড়িত নুরুল হকের সঙ্গে স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে তাঁর বিরোধ রয়েছে। এ ঘটনায় মামলা করবেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান আবদুল খালেকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় বিভিন্ন মানুষকে নির্যাতন করার অভিযোগ রয়েছে। তিনি এখন এলাকায় যান না। এখন তাঁর ওপর কে, কীভাবে হামলা করছে আমি জানি না।’ 

জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, ‘হামলা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত