কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ পাহাড়ের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীমান্ত সড়কের শুক্কুরছড়ি চার কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম নবী হোসেন (২৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে। এ ঘটনায় আহত দুই ব্যক্তি মোহাম্মদ কালা মিয়া (৪০) এবং মোহাম্মদ ইয়াসিনও কুতুপালং এলাকার বাসিন্দা। তাঁরা সবাই বিলাইছড়ি-রাজস্থলী সীমান্ত সড়কে কাজ করছিলেন।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই নবী হোসেনের মৃত্যু হয়।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনায় পড়া তিনজনকে আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ পাহাড়ের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীমান্ত সড়কের শুক্কুরছড়ি চার কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম নবী হোসেন (২৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে। এ ঘটনায় আহত দুই ব্যক্তি মোহাম্মদ কালা মিয়া (৪০) এবং মোহাম্মদ ইয়াসিনও কুতুপালং এলাকার বাসিন্দা। তাঁরা সবাই বিলাইছড়ি-রাজস্থলী সীমান্ত সড়কে কাজ করছিলেন।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই নবী হোসেনের মৃত্যু হয়।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনায় পড়া তিনজনকে আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১০ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৮ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩৭ মিনিট আগে